Breaking News
Loading...
  • New Movies
  • Recent Games
  • Tech Review

New Design

Game Reviews

Sunday, November 10, 2013
no image

রায়ের অনুলিপি তুলতে খরচ ১ লাখ ২০ হাজার টাকা!

ঢাকা: পিলখানায় বিডিআর (বর্তমান বিজিবি) হত্যাকাণ্ড মামলার সাজাপ্রাপ্ত আসামিদের নিজ খরচে রায়ের একটি অনুলিপি তুলতে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা করে খরচ লাগবে বলে জানিয়েছেন আসামিপক্ষের এক আইনজীবী।


পিলখানা হত্যাযজ্ঞ মামলায় আসামিপক্ষের নিয়মিত আইনজীবী অ্যাডভোকেট শামীম সরদার বাংলানিউজকে জানান, জজ আদালতের দেওয়া আসামিদের সাজার বিপরীতে হাইকোর্টে আপিল করতে রায়ের সার্টিফায়েড কপির (সত্যায়িত অনুলিপি) প্রয়োজন হয়। পিলখানা হত্যাযজ্ঞ মামলাটির রায় প্রায় ৪ হাজার পৃষ্ঠার। আদালতে মামলার সার্টিফায়েড কপি (সত্যায়িত অনুলিপি)তুলতে গেলে প্রতি পৃষ্ঠায় আমাদের ৩০ টাকা করে দিতে হয় । সে হিসাবে প্রত্যেক আসামিকে নিজ খরচে একেকটি রায়ের সত্যায়িত অনুলিপি তুলতে হলে এ বাবদ খরচ পড়বে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।


তিনি বলেন, গত বৃহস্পতিবার ফৌজদারি কার্যবিধির ৩৭১ ধারার বিধানমতে বিনামূল্যে রায়ের অনুলিপি চেয়ে আবেদন করেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত ১৩৯ জন আসামি। রায় প্রদানের তারিখ থেকে ৭ দিনের মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের আপিলের কথা রায়ে বলা হয়েছে। কিন্তু রায়ের অনুলিপি না পাওয়ায় তারা এখন পর‌্যন্ত আপিল দায়ের করতে পারছেন না।


রোববার আসামিপক্ষের আইনজীবী শামীম সরদার, ফারুক আহম্মেদ, রমজান আলী, এমদাদুল হক লালসহ আরও কয়েকজন আইনজীবী আদালতের কাছে বিষয়টি তুলে ধরেন। মামলাটির বিচারিক আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান তাদের বলেন যে, রায়ের অনুলিপি পেতে দেরি হলেও আপিল দায়েরে সমস্যা হবে না। কেননা, যেদিন রায়ের অনুলিপি সরবরাহ করা হবে অনুলিপিতে সেদিনের তারিখ থাকবে। ওই তারিখ থেকে সাত দিনের মধ্যে আপিল করা যাবে।


অ্যাডভোকেট এমদাদুল হক লাল বাংলানিউজকে বলেন, আদালত যথাসম্ভব দ্রুত রায়ের কপি সরবরাহের কথা জানালেও কবে নাগাদ তিনি এ কপি সরবরাহ করতে পারবেন তা বলেননি।


এরপর আইনজীবীরা মহানগর দায়রা জজ মো. জহুরুল হকের কাছে বিষয়টি জানালে তিনি বলেন, মামলাটির রায় বিশাল হওয়ায় সময় লাগবে। কেননা, ৪ হাজার পৃষ্ঠার রায় ৮৫০ আসামিকে দিতে হলে ৩৫ লাখ স্ট্যাম্প কাগজের প্রয়োজন হয়। তাতে কম্পোজ করা লাগে। এছাড়া রায়ের তুলনাকারককে ৩৫ লাখ কাগজের প্রত্যেক পাতায় স্বাক্ষর করতে হবে। এতে অনেক টাকার প্রয়োজন, লোকবল প্রয়োজন। আদালতের সীমিত লোক ও সামর্থ দিয়ে এত দ্রুত সকলকে রায়ের কপি দেওয়া সম্ভব হবে না। তবে কিভাবে রায়ের কপি দ্রুত সরবরাহ করা যায় তা তিনি দেখবেন।


ফাঁসির দণ্ডপ্রাপ্ত ১৫২ আসামির মধ্যে ১৩ জন পলাতক আছেন।


উল্লেখ্য, গত ৫ নভেম্বর ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ড. মো. আখতারুজ্জামান পিলখানা হত্যাযজ্ঞ মামলায় ১৫২ আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড প্রদানের রায় প্রদান করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।


এছাড়াও ৪১৭ আসামিকে বিভিন্ন মেয়াদে করাদণ্ড ও ২৭৭ জনকে খালাস দেওয়া হয়েছে।


বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৪১৭ আসামির মধ্যে ১৬১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।


বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৩

এমআই/এএসআর/আরআইএস





no image

রূপগঞ্জে রাইজার বিস্ফোরণে ২০ ঘর পুড়ে ছাই, আহত ১০

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিতাস গ্যাসের অবৈধ রাইজার বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। আগুনে দুই ব্যবসায়ীর ২০ বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ১০ জন।


রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তারাব পৌরসভার হাটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


আহতরা হলেন- বাদল, রুক্কু মিস্ত্রি, শাহজাহান, সামিউল হক, তরিকুল, নাসির, তমিজ, শরীফ, সবুজ ও রেজাউল। তাদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাটিপাড়া এলাকার ব্যবসায়ী নয়ন সরকার ও রতন সরকার এক মাস আগে তিতাস গ্যাসের পাইপ থেকে অবৈধভাবে তাদের বাড়িতে গ্যাস সংযোগ নেন। সংযোগ নিতে তারা নিম্নমানের মালপত্র (রাইজার) ব্যবহার করেন।


রোববার বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ করে গাসের রাইজারটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এসময় বাড়ির লোকজন ঘর থেকে বেরিয়ে পড়েন। পরে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা প্রায় ৫০ থেকে ৬০ ফুট উঁচুতে উঠে যায় এবং পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়ভাবে আগুন নেভাতে গিয়ে ওই ১০ জন আহত হন। পরে খবর পেয়ে ডেমড়া দমকল বাহিনীর ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।


কিন্তু ততক্ষণে মালপত্রসহ বাড়ির ২০টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।


তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ক্ষতিগ্রস্তরা।


ডেমড়া দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা মিরন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।


বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৩

এসআই/আরআইএস-eic@banglanews24.com





no image

দু’দলের সমঝোতা চান সিইসি

ঢাকা: বৃহত্তর গণতন্ত্রের কথা ভেবে প্রধান দুই রাজনৈতিক দলকে সমঝোতায় আসার আহবান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ।


রোববার নির্বাচন দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে ইসি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহবান জানান।


তিনি বলেন, দেশবাসী চায় একটি শান্তিপূর্ণ নির্বাচন। সহিংসতা কেউ চায় না। এ জন্য সবার প্রতি আমার আহবান। দেশের সার্বিক মঙ্গল কামনায় গণতন্ত্রের বৃহৎ স্বার্থে সমঝোতা করুন। সময় এখনো শেষ হয়ে যায় নি। তাই আমি সবাইকে বলব। জনগণ যা চায়। তা মেনে নিয়ে শান্তিপূর্ণ নির্বাচনে অংশ গ্রহণ করুন।


বাংলাদেশ সময়: ১৪০০ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৩

আরএম/এসই/এনএস/এমজেডআর





no image

হরতালে নোয়াখালীতে অ্যাম্বুলেন্সে আগুন

রোববার ভোরে উপজেলার চাপরাশিরহাটে এ ঘটনার সময় একটি দুটি ট্রাকেও আগুন দেয় তারা।


চাপরাশিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিন উদ্দিন টিটু বলেন, ভোরে জেলা সদর থেকে রিপ অ্যাম্বুলেন্স সার্ভিসের একটি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে আসে। রোগী নামিয়ে দিয়ে চাপরাশির হাট থেকে ফেরার পথে সেটি হরতাল সমর্থকদের হামলার শিকার হয়।


তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানান তিনি।


কবিরহাট থানার ওসি মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।


এ ব্যাপারে অ্যাম্বুলেন্স চালক ফিরোজ একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান ওসি।


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জ কবিরহাটে ভোর থেকেই বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচলে অবরোধ সৃষ্টি করে পিকেটাররা।


এছাড়া জেলা শহর মাইজদী ও দত্তেরহাটে ভোর থেকে হরতালের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল করে ১৮ দলের নেতা কর্মীরা।





no image

মুন্সীগঞ্জে ইয়াবাসহ পিতা-পুত্র আটক

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নের দক্ষিণ কেওয়ার গ্রামে অভিযান চালিয়ে ১৫৭ পিস ইয়াবাসহ বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ।


শনিবার দিবাগত রাত ১২টার দিকে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।


আটক ব্যক্তিরা হলেন, জামাল হোসেন বেপারী (৫০) ও তার ছেলে জাহিদ হোসেন বেপারী (১৯)।


সদর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) কাজল মিয়া বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপ-পরিদর্শক আব্দুল মতিনের নেতৃত্বে পুলিশের একটি দল জামালের বাড়িতে অভিযান চালায়।


এসময় তার বসতঘর থেকে ১৫৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অপরাধে তাদের আটক করা হয়।


এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করে তাদের গ্রেফতার দেখিয়ে রোববার বেলা ১১টার দিকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


অপরদিকে, স্থানীয় একটি সূত্র জানায়, ইয়াবার একটি বড় চালান আটক করেছিল পুলিশ।রহস্যজনক কারণে তা গোপন রেখেছে।


বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৩

আরএএস/বিএসকে- eic@banglanews24.com





no image

বিস্ফোরণ ভাঙচুরে ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সিলেট: সিলেটে ১৮দলীয় জোটের হরতালের সমর্থনে বের করা মিছিল থেকে নগরীতে ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুরের ঘটনায় বিএনপি-জামায়াতের ১০ জনের নাম উল্লেখ করে প্রায় ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।


শনিবার রাতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালী থানার মামলাটি দায়ের করেন।


সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) ও মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ আয়ুব বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।


উল্লেখ্য, শনিবার বিকালে নগরীর জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, দরগা গেইট এলাকায় হরতালের সমর্থনে বের করা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ এবং বিভিন্ন ধরনের প্রায় অর্ধশতাধিক গাড়ি-দোকানপাট ভাঙচুর করা হয়।


এসব ঘটনার ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার পর রাতে তাদের আসামি করে মামলা করা হয় বলে তিনি জানান।


এদিকে মামলা দায়েরের পর শনিবার রাতভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এসময় তিন জামায়াত-শিবির কর্মীকে আটক করা হয়।


আটককৃতরা হলেন, জামায়াতের সিলেট জেলা দক্ষিণ শাখার সদস্য নুরুল হক মাস্টার, সিলেট ল’ কলেজ শিবিরের সদস্য জাকারিয়া আহমদ এবং সিলেট মহানগরের ৩ নম্বর ওয়ার্ড শিবিরের সেক্রেটারি সাকের আহমদ চৌধুরী।


আটককৃতদের ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে পুলিশের মিডিয়া সমন্বয়ক আয়ুব জানান।


বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৩

এএএন/টিকে/বিএসকে





no image

সুপ্রিমকোর্টে হরতালের সমর্থনে মিছিল

ঢাকা: ১৮ দলীয় জোটের ডাকা ৮৪ ঘণ্টার হরতালের প্রথম দিনে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে মিছিল ও সমাবেশ করেছে বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীরা।


রোববার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবন থেকে মিছিল শুরু হয়। এরপর অ্যানেক্স ভবনসহ বিভিন্ন ভবন ঘুরে মূল ফটকের সামনে গেলে পুলিশ বাধা দেয়। এরপর মিছিল নিয়ে আবার আইনজীবী সমিতি ভবনে ফিরে আসে। পরে আইনজীবী সমিতি ভবনের হল রুমে প্রতিবাদ সভা করেন তারা।


সভায় বক্তব্য দেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদীন, বিএনপির যুগ্ম মহাসচিব ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট আবেদন রাজা, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, গাজী কামরুল ইসলাম সজল ও মির্জা আল মাহমুদ প্রমুখ।


বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৩

এমইএস/এএইচএস/বিএসকে





no image

মৌসুমীর দ্য পানিশমেন্ট

১৪ নভেম্বর এস এ টিভিতে প্রচার হতে যাচ্ছে মৌসুমী হামিদ অভিনীত একক নাটক ‘দ্য পানিশমেন্ট’। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় নাটকটি নির্মাণ করেছেন শুভ্র আহমেদ। এ নাটকে আরো অভিনয় করেছেন নাঈম ও অনি।


নির্মাতা জানান, সাবেক প্রেমিকার বাড়িতে পরকিয়া করতে গিয়ে বাথরুমে আটকে যায় প্রেমিক শুভ। চাবি দিয়ে দরজা খুলছে না। সে আটকা পরে বাথরুমে। এ দিকে প্রেমিকার স্বামী চলে আসার সময় হয়েছে। কি হবে এখন। এরকম একটি গল্প নিয়ে নাটকটি নির্মাণ করা হয়েছে।


বাংলাদেশ সময় : ১৩৪৫ ঘণ্টা, ১০ নভেম্বর, ২০১৩

জিআর/এমজেডআর





Saturday, November 9, 2013
no image

হরতালকারীদের ককটেলের জবাবে পুলিশের রাবার বুলেট

চট্টগ্রাম: নগরীর একে খান মোড়ে রোববার দুপুরে ফের হরতালকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশকে লক্ষ্য করে হরতালকারীরা ককটেল নিক্ষেপ করে। অন্যদিকে হরতালকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে।


প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুর দেড়টার দিকে কর্ণেলহাটের ভেতরে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়। এসময় মিছিল থেকে উপস্থিত পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুঁড়ে মারা হয়।


পুলিশ মিছিলকারীদের ধাওয়া দিলে উভয় গ্রুপে সংঘর্ষ শুরু হয়। মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল নিক্ষেপ করে।


পুলিশও পাল্টা রাবার বুলেট ছুঁড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশের ধাওয়ায় মিছিলকারীরা বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে অবস্থান নেয়। এছাড়া মিছিলকারীরা রাস্তায় একটি ঠেলাগাড়িতে আগুন ধরিয়ে দেয়।


পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা ফাঁকা রাবার বুলেট ছুঁড়ছেন। অন্যদিকে মিছিলকারীরা বিভিন্ন স্থানে আশ্রয় নিয়ে পুলিশের উপর হামলা চালিয়ে যাচ্ছেন।


বাংলাদেশ সময়: ১৩২০ঘণ্টা, নভেম্বর ১০,২০১৩

এএএম/এমইউ/আরডিজি/টিসি





no image

সিংড়ায় আ’লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৯

নাটোর: নাটোরের সিংড়া উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ৯ জন আহত হয়েছে।


বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা ৮৪ ঘণ্টা হরতালের প্রথমদিন রোববার দুপুর ১২টার দিকে উপজেলার চামারী ইউনিয়নের পাঙ্গাশিয়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আ’ লীগ নেতাকর্মীদের ৬টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয় পিকেটাররা।


আহতদের মধ্যে চামারী ইউনিয়ন আ’ লীগের সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম ও ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক শাহারিয়ার হোসেন চ্যালেঞ্জকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে দুপুরে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।


এদিকে, সিংড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি জমশেদ আলী অভিযোগ করে বলেন, আ’ লীগ কর্মীরা ছাত্রদল নেতা চ্যালেঞ্জের বাড়িতে ভাঙচুর চালিয়েছে ও অগ্নিসংযোগ করেছে।


বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৩

এসআই/আরআইএস-eic@banglanews24.com





no image

হরতালের বিরুদ্ধে সাংসদ বিএসসি’র মোটর সাইকেল শোভাযাত্রা

চট্টগ্রাম: হরতাল প্রত্যাখান করে চট্টগ্রাম নগরীতে মোটর ‍সাইকেল শোভযাত্রা করেছেন চট্টগ্রাম-৯ (কোতয়ালী-বাকলিয়া) ‍আসনের সাংসদ ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুল ইসলাম বিএসসি ও তার অনুসারীরা।


রোববার সকাল ১১টার দিকে সাংসদ বিএসসি মোটর সাইকেল শোভযাত্রা সহকারী নগরীর খুলশী থেকে বের হন। এসময় মোটর সাইকেলের বহর নিয়ে সাংসদ ও তার অনুসারীরা নগরীর জিইসি মোড়, ওয়াসা, টাইগারপাস, দেওয়ানহাট, চৌমুহনী হয়ে আগ্রাবাদে যান।


এরপর নগরীর আগ্রাবাদের বাদামতলী মোড়ে হরতাল বিরোধী সমাবেশ করেন সাংসদ বিএসসি।


সমাবেশে হরতালের নামে নৈরাজ্যের সমালোচনা করে সাংসদ নূরুল ইসলাম বিএসসি বলেন, ‘হরতাল করে কোন লাভ হবে না। দেশে যথাসময়ে নির্বাচন হবেই। বোমাবাজি করে, ককটেল ফাটিয়ে বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করতে পারবে না।’


তিনি বলেন, ‘আমরা সংবিধান অনুযায়ী নির্বাচন চাই। আর বিরোধী দল বিভিন্ন অজুহাত তুলে যুদ্ধাপরাধীদের বাঁচাতে চাই। কিন্তু এদেশ আর কখনও মুক্তিযুদ্ধের বিপরীত ধারায় ফিরে যাবেনা। কখনও যুদ্ধাপরাধীরা এদেশে রাজনীতি করতে পারবে না। বাংলাদেশের গণতন্ত্র টিকে থাকবেই।’


সমাবেশে নগর আওয়ামী লীগ নেতা মাহবুবুল হক মিঞা, এম এ হান্নান প্রমুখ বক্তব্য রাখেন।


বাংলাদেশ সময়: ১৩২০ঘণ্টা, নভেম্বর ১০,২০১৩

এএএম/এমইউ/আরডিজি/টিসি





no image

রংপুরে সড়ক অবরোধ

রংপুর: অগ্নিসংযোগ করে সড়ক অবরোধের মধ্য দিয়ে রংপুরে হরতাল চলছে।


বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা ৮৪ ঘণ্টা হরতালের প্রথমদিন রোববার সকালে শিবির কর্মীরা নগরীর দর্শনা এলাকায় সড়কে অগ্নিসংযোগ করে। এসময় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়।


হরতালে নগরীতে দোকান-পাট বন্ধ থাকলেও রিকশা, মোটরসাইকেল, ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করছে। স্কুল-কলেজ, অফিস-আদালত, ব্যাংক-বীমা খোলা রয়েছে। নগরীতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।


দুপুর ১টায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খলিফা জানান, নগরীতে এখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


এদিকে, পুলিশ শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের ৭ কর্মীকে আটক করে। এদের মধ্যে আনোয়ার (৩৩), রনি (২২), রাসেল (২৪) ও শহিদুলের (২৫) নাম জানা গেছে।


বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৩

এসআই/এমজেডআর-eic@banglanews24.com





no image

৩০ বছরের রেকর্ড ভাঙল বায়ার্ন

বার্লিন: বুন্দেসলিগার ইতিহাসে অজেয় থাকার নতুন একটি রেকর্ড গড়ল বায়ার্ন মিউনিখ। ১৯৮৩ সালের জানুয়ারিতে হামবুর্গ টানা ৩৬টি লিগ ম্যাচ অজেয় ছিল। শনিবার অগসবার্গকে ৩-০ গোলে হারিয়ে সেটা ভাঙল বায়ার্ন। ২০১২ সালের অক্টোবরে বায়ার লেভারকুসেনের কাছে সর্বশেষ হেরেছিল বর্তমান চ্যাম্পিয়নরা।


প্রধান কোচ পেপ গার্দিওলাও একটি ব্যক্তিগত রেকর্ড গড়লেন। বুন্দেসলিগার কোচিং ইতিহাসে প্রথমবারের মতো কোনো কোচ হার ছাড়াই ১২ ম্যাচ কাটালো।


এলিয়েঞ্জ এরেনায় এদিন পাঁচ মিনিটের মাথায় জার্মান সেন্টার ব্যাক জেরোমে বোয়েটাং দলকে এগিয়ে দেন। ফরাসি উইঙ্গার ফ্রাঙ্ক রিবেরি সরাসরি ফ্রি কিক থেকে ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। আর যোগ করা সময়ের ৫ মিনিটে পেনাল্টি থেকে থমাস মুলার দলের তৃতীয় গোলটি করেন।


এনিয়ে গত ৩৭ ম্যাচের ৩১টিতে জিতল বায়ার্ন। এ সপ্তাহে এর আগে আরেকটি মাইলফলক ছুঁয়েছিল ট্রেবলজয়ীরা। চ্যাম্পিয়ন্স লিগে টানা নবম ম্যাচ জিতে বার্সেলোনার গড়া ২০০২-০৩ মৌসুমের রেকর্ডটির পাশে বসে তারা।


এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে চার পয়েন্টে এগিয়ে শীর্ষে বায়ার্ন। উলফসবার্গের কাছে ২-১ গোলে হেরে যাওয়ায় পিছিয়ে পড়ল ডর্টমুন্ড। এনিয়ে চলতি সপ্তাহে দ্বিতীয় ম্যাচ হারল তারা।


বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, ১০ নভেম্বর ২০১৩

এফএইচএম/এমজেডআর





no image

চাঁদপুরে জামায়াত-বিএনপির ৭ নেতাকর্মী আটক

চাঁদপুর: চাঁদপুরে পিকেটিংকালে শাহরাস্তি উপজেলার টামটা ইউনিয়ন জামায়াতের আমির ফকরুল আলম পাটওয়ারীসহ জামায়াত-বিএনপির সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।


রোববার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন সময়ে মতলব দক্ষিণ ও শাহরাস্তি থেকে তাদের আটক করা হয়।


আটক ব্যক্তিদের মধ্যে জামায়াতের দুইজন এবং বিএনপির পাঁচ কর্মী রয়েছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে শহরাস্তি এলাকায় জামায়াতের নেতাকর্মীরা পিকেটিং শুরু করে। এসময় পুলিশ সেখানে গিয়ে ইউনিয়ন জামায়াতের আমির ফকরুল আলমসহ দুইজনকে আটক করে। পরে দুপুর পৌনে ১২টার দিকে মতলব দক্ষিণ থেকে বিএনপির পাঁচ কর্মীকে আটক করা হয়।


এদিকে, হরতালের সমর্থনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে মুখার্জীঘাটের বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। এছাড়া জেলা মহিলা দলও একটি মিছিল বের করে।


চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আমির জাফর বাংলানিউজকে জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন স্থানে পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।


বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৩

আরএএস/আরআইএস-eic@banglanews24.com





no image

ধেয়ে যাচ্ছে হাইয়ান, চীন-ভিয়েতনামে সর্বোচ্চ সতর্কতা

ঢাকা: ফিলিপাইনে তাণ্ডব চালিয়ে চীন ও ভিয়েতনাম অভিমুখে ধেয়ে যাচ্ছে প্রশান্ত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হাইয়ান। ভয়ংকর এই ঘূর্ণিঝড় মোকাবেলায় উপকূলীয় প্রদেশগুলোতে দ্বিতীয় সর্বোচ্চ সতর্ক সংকেত ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে চীনা সরকার। অন্যদিকে, উপকূল থেকে প্রায় ৬ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে ভিয়েতনামিজ প্রশাসন।


চীনের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূলের হাইনান, গুয়াংডং এবং গোয়াংজি হুয়াং প্রদেশের প্রশাসনকে হাইয়ানের গতি-প্রকৃতির ওপর গভীর পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে জনসাধারণের জানমালের ক্ষয়ক্ষতি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


এদিকে ভিয়েতনাম সরকার জানিয়েছে, উপকূল থেকে প্রায় এক লাখ ৭৪ হাজার পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় আঘাত হানার পর উদ্ধার কার্যক্রম শুরু করার জন্য নিরাপত্তা বাহিনী, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।


আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টায় (গ্রিনিচমান সময় বৃহস্পতিবার ২১টায়) ঘণ্টায় ২৭৫ কিলোমিটার বেগে ফিলিপাইনে আঘাত হেনে ব্যাপক প্রাণহানির পর শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে চীনের সানশা শহরের ৩৭০ কিলোমিটার দক্ষিণ পূর্বে দক্ষিণ চীন সাগরের পূর্বাঞ্চলে পৌঁছে টাইফুন হাইয়ান। ৫ নম্বর ক্যাটাগরির টাইফুনটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের মধ্যে ৩০তম।


চীনের আবহাওয়া পরিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ৩০ থেকে ৩৫ কিলোমিটার বেগে উত্তরপশ্চিম দিকে সরে আসছে।


আবহাওয়া পরিদপ্তর সতর্কতা দিয়ে আরও জানিয়েছে, ‍হাইয়ান আঘাত হানার আগে হাইনান ও সানশা শহরসহ পার্শ্ববর্তী অঞ্চলে ভারি বৃষ্টিপাত হতে পারে।


এর আগে, শুক্রবার ভোরে ফিলিপাইনে ঘণ্টায় ২৭৫ কিলোমিটার বেগে আঘাত হানে হাইয়ান। এতে অন্তত ১০ হাজার মানুষের প্রাণহানি হয়েছে বলে রোববার সকালে জানিয়েছে দেশটির পুলিশ ও উদ্ধারকারী কর্তৃপক্ষ।


তাকলোবান শহরের এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঝড়ে ১০ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। তবে এ সংখ্যা আরও কয়েকদিন পর সঠিকভাবে নির্ণয় করা যাবে বলে জানান তিনি।


দেশটিতে নিযুক্ত রেডক্রসের সেক্রেটারি জেনারেল গুবেনডলিন প্যাং বলেন, স্মরণকালের সবচেয়ে ভয়াবহতম ঘূর্ণিঝড় আঘাত হেনেছে এখানে। খুবই ভয়ানক অবস্থা।


বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৩

এইচএ/বিএসকে





no image

ফরিদপুর মেডিকেল কলেজ ইন্টার্নদের ধর্মঘট

ফরিদপুর: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ফরিদ উদ্দিন আহমেদের ওপর হামলার প্রতিবাদে ধর্মঘটে গিয়েছেন ফরিদপুরের ইন্টার্ন চিকিৎসকরা।


রোববার দুপুর ১২টা থেকে তারা ধর্মঘট শুরু করেন।


আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা নিজেদের নিরাপত্তায় হাসপাতাল ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে মিছিল করেছেন।


হামলার শিকার ফরিদ উদ্দিন আহমেদ জানান, শুক্রবার রাতে এক প্রভাবশালী রোগীর স্বজন হাসপাতালের জরুরি বিভাগের মধ্যে মোটরসাইকেল রাখেন।


তাতে বাধা দিলে ওই ব্যক্তি বাইরে থেকে আরো ৪/৫ জন ডেকে এনে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।


শনিবার সকাল ১১টায় ইন্টার্ন চিকিৎসকরা এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে হাসপাতাল তত্ত্বাবধায়ককে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন।


রোববার সকাল ১১টায় আলটিমেটামের ২৪ ঘণ্টা পার হলেও এ ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় দুপুর ১২টা থেকে কর্মবিরতিতে যান হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।


হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এবিএম শামসুল আলম বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে পুলিশ প্রশাসনের কাছে বলা হয়েছে। প্রশাসন বিষয়টি আন্তরিকভাবে দেখছে। দ্রুতই সমস্যার সমাধান হয়ে যাবে।


বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৩

টিকে/এমজেডআর





Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger