রূপগঞ্জে যুবদলের ৬ কর্মী গ্রেফতার
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে হরতালের মামলায় যুবদলের ছয় কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার ভোররাতে উপজেলার চরপাড়া, মুড়াপাড়া, ভিংরাব ও আদমজী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চরপাড়া এলাকার হাছেন আলীর ছেলে হযরত আলী (৪২), ভিংরাব এলাকার নুর মোহাম্মদের ছেলে আলী আহাম্মেদ (৪২), মুড়াপাড়া নগর এলাকার আলিমুদ্দিনের ছেলে বাহারুল ইসলাম হিরণ (৪২), আবুল হোসেনের ছেলে মনির হোসেন (২৫) আদমজী এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে আল-আমিন (৩২) ও আব্দুল জলিলের ছেলে কামাল হোসেন (২৮)।
পুলিশ জানায়, গত হরতালে হামলা ভাংচুর, অগ্নিসংযোগ ও আহত করার ঘটনায় রূপগঞ্জ থানায় ৪টি মামলা হয়েছে। ওইসব মামলায় আসামীদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আইয়ুব খাঁন।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৩
এএসআর/এমজেডআর
0 comments:
Post a Comment