কমেডিতে ক্রিস্টেন
ক্রিস্টেন স্টুয়ার্ড এবার অভিনয় করবেন কমেডিভিত্তিক সিনেমা ‘আমেরিকান আল্ট্রা’তে। সিনেমাতে তার বিপরীতে থাকবেন হলিউডি অভিনেতা জেসি আইসেনবার্গ। কন্টাক্টমিউজিক জানায়, ক্রিস্টেন এবং জেসি ইতোমধ্যেই ‘আমেরিকান আল্ট্রা’ সিনেমার জন্য চুক্তি স্বাক্ষর করেছেন। ‘টোয়াইলাইট’ সিরিজের পর ক্রিস্টেন একসঙ্গে বেশ কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এরমধ্যে উল্লেখযোগ্য হল ‘ক্যাম্প এক্স-রে অ্যান্ড সিলস মারিয়া’, ‘স্নো হোয়াইট অ্যান্ড হান্টসম্যান টু’ এবং ‘অ্যানেস্থেশিয়া’।
‘টোয়াইলাইট’-খ্যাত ওই অভিনেত্রী খুব শীঘ্রই ‘স্নো হোয়াই অ্যান্ড হান্টসম্যান টু’ সিনেমাটির শুটিং শুরু করবেন। সিনেমাটি ২০১৫ সালে মুক্তি পাবে বলে জানা গেছে।
‘আমেরিকান আল্ট্রা’ সিনেমাটি পরিচালনা করবেন নুমা নারুজাদেহ। এর আগে তিনি ‘প্রজেক্ট এক্স: লিটল হ্যাজ বিন রিভিলড’ সিনেমা পরিচালনা করেন। সিনেমাটির প্রযোজনায় থাকছেন অ্যান্থনি বার্গম্যান।
সিনেমাটি সম্পর্কে বার্গম্যান বলেন, “এর আগে হলিউডে এমন নিখাদ কমেডি সিনেমা নির্মিত হয়নি। ‘আমেরিকান আল্ট্রা’ সিনেমায় ড্রাগস এবং অন্যান্য কোনো বিষয় ছাড়াই কমেডি ফুটিয়ে তোলা হবে।”
সিনেমাটির প্রযোজনায় আরও থাকছেন ডেভিড আলপার্ট এবং ব্রিটন রিজ্জো।
সিনেমাতে আইসেনবার্গের নাম হলো মাইক, যে তার প্রেমিকা ফোবির সঙ্গে বাস করছেন। ফোবির চরিত্রে থাকছেন ক্রিস্টেন। আইসেনবার্গ এবং ক্রিস্টেন এর আগে ‘অ্যাডভেঞ্চারল্যান্ড’ সিনেমায় জুটি বেঁধেছিলেন।
0 comments:
Post a Comment