Tuesday, November 5, 2013

ইন্টেরিওর ডিজাইনার রিতেশ

শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের মূল অফিসের ডিজাইন করেছেন আরেক বলিউডি অভিনেতা রিতেশ দেশমুখ। ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, প্রাতিষ্ঠানিক যোগ্যতার দিক দিয়ে রিতেশ একজন ডিজাইনার। আর অভিনেতা বন্ধু শাহরুখও প্রতিষ্ঠানটি তাই সাজিয়েছেন রিতেশের করা ডিজাইনে।

শাহরুখ টুইটারের এক পোস্টে রিতেশকে তার কাজের জন্য ধন্যবাদ জানান।

শাহরুখ পোস্ট করেন, “আমি এর আগে কাউকে জানাইনি যে রেড চিলিজের অফিসটির ডিজাইনার হলেন রিতেশ। তিনি সত্যিই অসাধারণ। আশা করছি আমরা খুব শীঘ্রই একসঙ্গে বসে কফি খাব।”

শাহরুখের ধন্যবাদের জবাবে রিতেশ পোস্ট করেন, “আমার উপর বিশ্বাস রেখে আমাকে রেড চিলিজ অফিসের ডিজাইনের দায়িত্ব দেওয়ার জন্য শাহরুখকে ধন্যবাদ। আমার কোনো কাজ না দেখেই যে তিনি আমার উপর আস্থা রেখেছেন এটাই আমার জন্য অনেক বড় বিষয়।”

‘মাস্তি’-খ্যাত অভিনেতা রিতেশ মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী বিলাস রাও দেশমুখের ছেলে। তিনি মুম্বাইয়ের কামাল রাহেজা বিদ্যানিধি ইনস্টিটিউট ফর আর্কিটেকচার অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজে আর্কিটেকচারে পড়াশোনা করেছেন।

এর আগে রিতেশ পরিচালক কারান জোহরের বান্দ্রার বাড়ির ডিজাইন করেছিলেন। সম্প্রতি রিতেশ অভিনীত ‘গ্র্যান্ড মাস্তি’ সিনেমা বলিউডে একশ’ কোটি রুপি আয় করা সিনেমার তালিকায় স্থান করে নিয়েছে।
  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger