চেলসির জয়ে ইতোর জোড়া গোল
লন্ডন: ভিন্ন চারটি ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে গোলের দেখা পেলেন স্যামুয়েল ইতো। তার জোড়া গোলে বুধবার ৩-০ গোলে শ্যালকেকে হারিয়ে শেষ ষোলোর দ্বারপ্রান্তে চেলসি।
৩১ মিনিটে সৌভাগ্যের ছোঁয়ায় ‘ই’ গ্রুপের শীর্ষে থাকা দলকে এগিয়ে দেন ইতো। প্রতিপক্ষ গোলরক্ষক টিমো হিল্ডারব্রান্ড শট নিতে গেলে ক্যামেরুন স্ট্রাইকারের পায়ে লেগে জালে বল জড়ায়।
গত আগস্টে রাশিয়ান ক্লাব আনঝি মাখাচকালা থেকে লন্ডন ক্লাবে যোগ দিয়ে গোল পেতে বেশ কষ্ট করতে হচ্ছে ক্যামেরুনের এই তারকাকে। অবশ্য ৫৪ মিনিটে ব্লুদের হয়ে মৌসুমের তৃতীয় গোলটি পেলেন সহজেই। এর আগে ইউরোপের বড় এই মঞ্চে মায়োর্কা, বার্সেলোনা ও ইন্টার মিলানের হয়ে গোল করেছিলেন ইতো।
তৃতীয় গোলটিও বানিয়ে দেন এই ফরোয়ার্ড। ৮৩ মিনিটে দেম্বা বা তার পাস থেকে দারুণ এক ভলিতে স্বাগতিকদের সহজ জয় এনে দেন।
গত মৌসুমে প্রথম পর্বেই বিদায় নিয়ে ইউরোপা লিগে নেমে যাওয়া চেলসি এবার বেশ এগিয়ে। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে হোসে মরিনহো শিষ্যরা। শ্যালকের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে, আর বাসেলের মাঠে ১-১ গোলে ড্র করা স্টুয়া বুখারেস্টের সঙ্গে তাদের ব্যবধান চার পয়েন্টের।
বাংলাদেশ সময়: ০৮১৯ ঘণ্টা, ৭ নভেম্বর ২০১৩
এফএইচএম/জিসিপি
0 comments:
Post a Comment