Tuesday, November 5, 2013

রিয়ালকে রুখল জুভেন্টাস


তুরিন: টানা তিন ম্যাচ জিতে গ্রুপে শক্ত অবস্থানে থেকে জুভেন্টাসের মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। অন্যদিকে পরের পর্বে যেতে ইতালিয়ান দলটির জন্য জয়ের বিকল্প কিছু ছিল না। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের বি গ্রুপের ম্যাচে জয়খরা কাটাতে না পারলেও রিয়ালের জয়রথ থামিয়েছে জুভরা। ২-২ গোলে ড্র করে স্প্যানিশ দলকে রুখে দিয়েছে অ্যান্তনিও কোন্তের দল।




প্রথমার্ধ দাপটের সঙ্গে খেলেছে জুভেন্টাস। ৪০ মিনিটে রাফায়েল ভারানে ফাউল করেন পল পগবাকে। ৪০ মিনিটের ওই পেনাল্টি থেকে জুভদের প্রাপ্য গোলটি এনে দেন আরতুরো ভিদাল।




এই মৌসুমে ১৬ ম্যাচে ২১তম গোলটি করে রিয়ালকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ানো রোনালদো। ৫২ মিনিটে এই গোলের পর গ্যারেথ বেলকে দিয়ে একটি বানিয়েও দিয়েছেন পর্তুগিজ উইঙ্গার। ৬০ মিনিটে বেলের গোলে এগিয়ে যায় স্প্যানিশ জায়ান্টরা।




কার্লো আনচেলত্তির দলের এগিয়ে থাকার স্থায়িত্ব ছিল পাঁচ মিনিট। জুভদের হয়ে সমতাসূচক গোলটি করেন ফার্নান্দো লরেন্তে।




প্রথম পয়েন্ট খোঁয়ালেও রিয়াল ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে। আর কোপেনহেগেন ১-০ গোলে গ্যালাতাসারেইকে হারানোয় তিন পয়েন্ট নিয়ে একেবারে তলানিতে ‍জুভেন্টাস। সমান চার পয়েন্ট নিয়ে তাদের উপরে গ্যালাতাসারেই ও কোপেনহেগেন। গোলব্যবধানে এগিয়ে থেকে দুইয়ে তুরস্কের ক্লাবটি।




বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, ৬ নভেম্বর ২০১৩


এফএইচএম/আরকে





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger