পুলিশ-পিকেটার সংঘর্ষে আহত ২০
সমগ্র বাংলা ডেস্ক •
সিরাজগঞ্জে ১৮ দলীয় জোটের ৬০ ঘণ্টা হরতালের শেষ দিনে পুলিশের সাথে বিএনপি-জামায়াতের সংঘর্ষে পথচারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে।
বুধবার সকালে পৌর এলাকার সরকারি ইসলামিয়া কলেজ রোডে এ ঘটনা ঘটে। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হরতালের সর্মথনে ইসলামিয়া কলেজ শাখার ছাত্রদল ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা একটি মিছিল বের করে। এসময় পুলিশ বাধা দিলে হরতাল সর্মথকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এক পার্যয়ে পিকেটাররা পুলিশকে লক্ষ্য করে ১০/১২ টি ককটেল নিক্ষেপ করে। এসময় পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে পিকেটাররা দোনাকপাটসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম পরিবর্তনকে জানান, কলেজ রোড থেকে পাঁচ পিকেটারকে আটক করা হয়েছে। নাশকতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
টিএ/কেবিএন/অআ
0 comments:
Post a Comment