নাটোরে বিএনপিকর্মী খুন
নিহত সেলিম হোসেন (৪২) বিএনপির সহযোগী সংগঠন ‘মৎস্যজীবী দলের’ সুকাশ ইউনিয়ন কমিটির সদস্য ছিলেন।
বামিহাল গ্রামের আহম্মদ আলীর ছেলে সেলিম উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল কুদ্দুসের ঘনিষ্ঠজন ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছে।
আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল সমর্থকদের হামলায় সেলিম নিহত হন বলে বিএনপির অভিযোগ।
নাটোরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, শনিবার সকাল ৮টার দিকে সুকাশ ইউনিয়নের বামিহাল বাজারে নিহত হন সেলিম।
সেলিমের সঙ্গী আহত বিএনপিকর্মী নাজিম উদ্দিনকে (৩৮) সিংড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে বলেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
স্থানীয়রা জানায়, সকালে বামিহাল বাজারের একটি দোকানে বসে গল্প করছিলেন সেলিম। এ সময় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় জলিলের সমর্থকরা। তারা সেলিমকে উপর্যুপরি কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করেন। এ সময় বাধা দিতে গিয়ে আহত হন নাজিম।
গত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কুদ্দুসের সঙ্গে জলিলের বিরোধ দেখা দেয়। এরপর থেকে দুজনের সমর্থকদের মধ্যে কয়েকদফা সংঘাতও হয়েছে।
পুলিশ কর্মকর্তা তরিকুল বলেন, ওই বিরোধের জের ধরে কুদ্দুস সমর্থক সেলিমের ওপর এই হামলা হয়েছে।
তিনি জানান, গত ১ অগাস্ট জলিলকে কুপিয়ে আহত করে কুদ্দুসের লোকজন। দীর্ঘদিন চিকিৎসা নিয়ে সম্প্রতি ঢাকা থেকে বাড়ি ফেরেন জলিল।
0 comments:
Post a Comment