Saturday, November 9, 2013

রাজনৈতিক কারণে বিনিয়োগের পরিবেশ নেই

ঢাকা: দেশে বিনিয়োগের পরিবেশ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। তিনি বলেছেন, দেশে বর্তমানে যে রাজনৈতিক পরিস্তিতি বিরাজ করছে তাতে স্তস্তির বিনিয়োগ পরিবেশ নেই। বিনিয়োগ পরিবেশ এখানে অনুপস্থিত।


শনিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সাভারের রানা প্লাজায় ঘটনায় নিবেদিত উদ্ধারকর্মীদের সম্মানিত করতে মূলত এর আয়োজন করা হয়।


কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল চৌধুরি হাসান সারওয়ার্দী। এতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সূর চৌধুরি, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক আতাউল হক, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির নির্বাহী পরিচালক আতাউর রহমানসহ প্রমুখ।


ড. আতিউর রহমান বলেন, ক্রেতা ও সংশ্লিষ্টরা সবাই মিলে পোশাক খাতের উন্নয়নে কাজ করতে পারলে এ খাতের ব্যাপক উন্নয়ন সম্ভব হবে। তবে রাজনৈতিক পরিস্থিতিতে তা ব্যাহত হচ্ছে।


গভর্নর বলেন, দুর্ঘটনায় উদ্ধারকাজ ও পুনর্বাসন কার্যক্রমে ব্যবহারের লক্ষ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রায় ১০০ কোটি টাকা অনুদান দেয়। এর পাশাপাশি আমাদের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক শিল্পের সক্ষমতা ও নিরাপত্তা বিশ্বমানে উন্নীত করার জন্যে জাইকা’র আর্থিক সহযোগিতায় একটি বিশেষ পুনঃঅর্থায়ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই প্রক্রিয়ায় অন্যান্য উন্নয়ন সহযোগীদের অংশীদার করার কাজেও আমরা তৎপর রয়েছি।


তিনি আরো বলেন, তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের বেতন-ভাতা ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধের লক্ষ্যে ও তাদের জন্যে সহজলভ্য ব্যাংকিং সেবা নিশ্চিত করতে মাত্র ১০০ টাকা প্রাথমিক জমায় ও কোনো সার্ভিস চার্জ ছাড়াই ব্যাংকগুলোকে শ্রমিকদের হিসাব খোলার জন্যে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে কারখানাগুলোতে ব্যাংকারদের গিয়ে ব্যাংক হিসাব খুলতে হবে।


বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৩

এসএআর/এএসআর/বিএসকে





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger