নাদালের সঙ্গে সেমিতে ওয়াওরিঙ্কা
লন্ডন: প্রথমবারের মতো এটিপি ট্যুর ফাইনালসের সেমিফাইনালের টিকিট পেলেন স্তানিস্লাস ওয়াওরিঙ্কা। ২৮ বছর বয়সী সুইস বাছাই হারিয়েছেন স্প্যানিশ ডেভিড ফেরারকে। অবশ্য তার শেষ চার নিশ্চিত করতে রাফায়েল নাদাল ও টমাস বার্ডিখের ম্যাচটির ফলাফলের অপেক্ষা করতে হয়েছে। আগেই সেমিফাইনাল নিশ্চিত করা নাদাল শুক্রবার রাউন্ড রবিনে রেকর্ড তৃতীয় জয় পেয়েছেন।
ম্যাচ শেষে উচ্ছ্বাসের কমতি নেই ওয়াওরিঙ্কার মধ্যে,‘নিশ্চিতভাবে স্বপ্নের মতো মৌসুম কাটল।’ ফেরারকে শেষ রাউন্ড রবিন ম্যাচে ৬-৭ (৩), ৬-৪, ৬-১ গেমে হারিয়ে এই সুইস আরও বললেন,‘শুরু করেছিলাম ১৭ নম্বর হিসেবে। এরপর ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনাল, ইউএস ওপেনের সেমিফাইনাল। আর এখন ফাইনালসেও ভালো খেলছি। এটা জাদু।’
নাদালের জয়টি এসেছে ৬-৪, ১-৬, ৬-৩ গেমে। এ গ্রুপের চ্যাম্পিয়ন হলেন তিনি। শেষ চারে তার প্রতিপক্ষ চূড়ান্ত হবে হুয়ান মার্তিন দেল পোত্রো ও রজার ফেদেরারের লড়াই শেষে। অন্যদিকে ওয়াওরিঙ্কা মোকাবিলা করবেন অপর গ্রুপের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকে।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ৯ নভেম্বর ২০১৩
এফএইচএম/বিএসকে
0 comments:
Post a Comment