Saturday, November 9, 2013

অভিনয়েই থাকতে চান তারেক মাহমুদ

অভিনেতা, নির্মাতা ও কবি তারেক মাহমুদ টেলিভিশনের জন্য আর নাটক নির্মাণ করবেন না। বরং তিনি অভিনয়েই নিয়মিত থাকতে চান। তারেক মাহমুদ নিয়মিত অভিনয়ের পাশাপাশি নির্মাণ করেছেন দশটি খন্ড নাটক, ভাষা আন্দোলন নিয়ে ২৮ পর্বের তথ্যচিত্র, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নিয়ে ৬২ পর্বের তথ্যচিত্র, ৪টি বিজ্ঞাপন। কবিতা, ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ, চলচ্চিত্র, টেলিভিশন নিয়ে তার প্রকাশিত গ্রন্থ রয়েছে ২৮টি।


তারেক মাহমুদ নাটক নির্মাণ না করলেও চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যেই তার প্রথম চলচ্চিত্রের প্রস্তুতি শুরু হয়েছে। খুব শিগগিরই মহরতের মাধ্যমে ছবির নাম এবং শিল্পী-কলাকুশলীদেরকে পরিচয় করিয়ে দেয়া হবে বলে জানান তিনি।


তারেক মাহমুদ আরো জানান তিনি সবচেয়ে আনন্দ পান অভিনয়ে। আর যে কারণে অভিনয়েই থাকতে চান নিয়মিত।


বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৩

জিআর/এমজেডআর





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger