Tuesday, November 5, 2013

নকআউট পর্বে ম্যানসিটি-বায়ার্ন


লন্ডন: সার্জিও আগুয়েরোর জোড়া গোল ও আলভারো নেগ্রেদোর হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় প্রথমবারের মতো উঠে ইতিহাস সৃষ্টি করল ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে তারা ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে সিএসকেএস মস্কোকে। ইংলিশ ক্লাবের এই জয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল রাশিয়ান ক্লাবটি। মঙ্গলবার ডি গ্রুপের অন্য ম্যাচে ভিক্টোরিয়া প্লজেনকে ০-১ গোলে হারিয়ে পরের পর্বে উঠেছে চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখও।




স্কোর দেখে মনে হতে পারে ম্যানসিটি ও মস্কোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আসলে শুরু থেকে দাপট দেখিয়েছে লন্ডন ক্লাবটিই। তিন মিনিটে পেনাল্টি থেকে গোলমুখ খোলেন আগুয়েরো। ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন তারকা। গত ম্যাচেও রাশিয়ান ক্লাবের জালে দুবার বল জড়ান তিনি। এনিয়ে চার ম্যাচে পাঁচ গোল পেলেন এই ফরোয়ার্ড।




নেগ্রেদো ৩০ মিনিটে দলের তৃতীয় গোল করেন। সেইদু ডোম্বিয়া যোগ করা সময়ে ম্যানসিটিকে একটি গোল শোধ দেন। এর জবাব নেগ্রেদো দেন ৫১ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করে। ডোম্বিয়া পেনাল্টি থেকে ৭১ মিনিটে মস্কোর দ্বিতীয় গোল করলে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নেগ্রেদো হ্যাটট্রিক পূর্ণ করে জয় নিশ্চিত করেন।




অপর ম্যাচে প্লজেনের মাঠে বায়ার্নের একমাত্র গোলটি করেছেন মারিও মানজুকিচ। এই জয়ে এক দশক আগে বার্সার টানা নয় ম্যাচ জয়ের রেকর্ড ছুঁল চ্যাম্পিয়নরা।




চারটিতেই জিতে বায়ার্ন ১২ পয়েন্টে গ্রুপের শীর্ষে। ম্যানসিটি ৯ পয়েন্টে দ্বিতীয় স্থানে।




বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, ৬ নভেম্বর ২০১৩


এফএইচএম/আরকে





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger