Tuesday, November 5, 2013

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে বাসে আগুন


ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে বাসে আগুন






নিজস্ব প্রতিনিধি


আরটিএনএন


মানিকগঞ্জ: বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা ৬০ ঘন্টা হরতালের শেষদিন বুধবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের উথলী বাসস্ট্যান্ডে থেমে থাকা বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এতে বাসটির অধিকাংশ পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি।




নাশকতা করতে পিকেটাররা বাসটিতে আগুন দিয়েছে বলে পুলিশ জানিয়েছে।




বাসের হেলপার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুভযাত্রা পরিবহনের ওই মিনিবাস (ঢাকা মেট্রো জ ১১-০৯২১) ধামরাই এলাকায় অবস্থিত গ্রাফিক্স টেক্সটাইলের শ্রমিক পরিবহনের কাজে নিয়োজিত ছিল। মঙ্গলবার রাতে বাসটি শ্রমিকদের নিয়ে আসে।




সকালে আবার শ্রমিকদের নেয়ার জন্য ওই বাসস্ট্যান্ডে থেমে থাকে এবং বাসের ভিতরে হেলপার ঘুমিয়ে ছিলেন।




সাড়ে ৪টার দিকে হঠাৎ বাসে আগুন জ্বলতে দেখে হেলপার চিৎকার শুরু করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।




শিবালয় থানার ওসি আবুল কালাম আজাদ জানান, পিকেটাররা ওই বাসে আগুন দিয়ে পালিয়ে গেছে। পুলিশ তাদের আটকের চেষ্টা করছে।







  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger