Tuesday, November 5, 2013

ওরা এলে আবার বাংলা ভাইরা ফিরবে: হাসিনা


নির্বাচনের আগে মঙ্গলবার নওগাঁর পোরশায় জনসভায় বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ের চিত্র তুলে ধরে এই আহ্বান জানান আওয়ামী লীগ সভানেত্রী।




তিনি বলেন, “গত ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় থেকে নওগাঁয় জঙ্গিবাদ, সন্ত্রাস সৃষ্টি করেছিল। সে সময় কোনো মানুষ শান্তিতে ঘুমাতে পারেনি।




“বাংলা ভাইয়ের সন্ত্রাসী বাহিনী মানুষ হত্যা করে গাছে ঝুলিয়ে পর্যন্ত রেখেছিল। ২০০৮ সালে আওয়মী লীগ ক্ষমতায় এসে এই এলাকায় শান্তি প্রতিষ্ঠা করেছে। আমাদের সময় নওগাঁয় একটি মানুষও জঙ্গিদের হাতে খুন হয়নি।”




জঙ্গিদের সঙ্গে বিএনপি-জামায়াত জোট সম্পৃক্ত দাবি করে দেশবাসীকে সতর্ক করে শেখ হাসিনা বলেন, “ওরা ক্ষমতায় এলে আবার বাংলা ভাইদের উত্থান হবে। আবার নির্মমভাবে মানুষ হত্যা করবে।”




জনসভায় বক্তব্যে নির্দলীয় সরকারের দাবিতে হরতালকারী বিএনপিকে নির্বাচনকালীন সর্বদলীয় সরকারে যোগ দেয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।




বিরোধীদলীয় নেতার উদ্দেশে হাসিনা বলেন, “হরতাল ছেড়ে দিয়ে সর্বদলীয় সরকারে আসুন। আপনারা যে যে মন্ত্রণালয় চান, সেটা নিয়ে আলোচনা করি।”




সংলাপের জন্য টেলিফোনের আমন্ত্রণ গ্রহণ না করে হরতাল দেয়ার জন্য বিএনপির সমালোচনা করেন তিনি।




“বিএনপি নেত্রীকে ফোন করে সংলাপের আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু তিনি সে প্রস্তাবে তিনি রাজি না হয়ে হরতালের নামে দেশে আবার কিছু মানুষ মারলেন। বোমা ফাটালেন, গাড়িতে আগুন দিলেন।”




“আজও ঢাকায় বোমায় ৩৫ জন আহত হয়েছে। গাড়িতে মানুষ পুড়ছে। আর উনারা দাঁত বের করে হাসছেন। মানুষের কষ্ট দেখলে তাদের আনন্দ হয়।”




আওয়ামী লীগ দেশকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে দাবি করে শেখ হাসিনা বলেন, “বিএনপি নেত্রীর মনে শান্তি নাই, মানুষ ভাল থাকলে তার মনে শান্তি থাকে না। এটাই তাদের চরিত্র।”




শিক্ষা, কৃষি, শিল্পসহ সব ক্ষেত্রে বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রাখতে আওয়ামী লীগকে পুনরায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।




আগামীতে ক্ষমতায় গেলে প্রতিটি জেলা এবং উপজেলায় একটি করে মসজিদকে উন্নত করে দেয়ার প্রতিশ্রুতিও দেন আওয়ামী লীগ সভানেত্রী।




তিনি বলেন, তার নেতৃত্বে মহাজোট সরকার ধর্মীয় শিক্ষার বিষয়ে আন্তরিক। প্রত্যেকটি বিদ্যালয়ে বাধ্যতামূলকভাবে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে।




মহাজোটের অসম্পূর্ণ কাজ সমাপ্ত করতে নৌকা মার্কায় ভোট দিতে উপস্থিত জনতার প্রতিশ্রুতিও আদায় করেন শেখ হাসিনা।

পোরশা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এই জনসভাস্থলে থেকেই নওগাঁয় দেড়শ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এবং বাস্তবায়নাধীন ২০টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিস্থাপন করেন।




পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি তবিবুর রহমান শাহ চৌধুরীর সভাপতিত্বে জনসভায় শেখ হাসিনা ছিলেন প্রধান অতিথি।




এতে কেন্দ্রীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন আমির হোসেন আমু, তোফায়েল আহম্মেদ, এ এইচ এম খায়রুজ্জামান লিটন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন।




জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফজলে রাব্বী, সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক, সংসদ সদস্য ইমাজুদ্দিন প্রামানিক, সাধন চন্দ্র মজুমদার, ইসরাফিল আলম, আকরাম হোসেন চৌধুরী, শহীদুজ্জামান সরকারও সমাবেশে বক্তব্য রাখেন।





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger