Tuesday, November 5, 2013

মাহমুদুরকে মুক্তি দিতে বাংলাদেশকে চাপ দেবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র সফররত দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার পলিটিক্যাল রিপোর্টার মাহাবুবুর রহমান স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় কংগ্রেসম্যান ইভেট ডি ক্লার্ক ও হাকিম জেফ্রির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

নিউ ইয়র্কের হোটেল রেডিসনে একটি কমিউনিটি অনুষ্ঠান শেষে দুই কংগ্রেসম্যানের সঙ্গে সাক্ষাতে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ওপর নির্যাতন, তার কারাভোগ এবং পত্রিকা বন্ধ করে রাখার চিত্র তুলে ধরেন মাহাবুব।

সম্পাদক মাহমুদুর রহমানের দুই দফায় দীর্ঘ কারাভোগের ঘটনা শুনে উভয়েই দুঃখ প্রকাশ করেন এবং বাংলাদেশ সরকারের এমন আচরণে উদ্বেগ জানান। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ পেলে তারা মাহমুদুর রহমানের মুক্তি এবং পত্রিকা খুলে দিতে যুক্তরাষ্ট্র সরকারের স্টেট ডিপার্টমেন্ট থেকে বাংলাদেশ সরকারকে চাপ প্রয়োগ করবেন বলে আশ্বাস দেন।

যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভ ও কংগ্রেসম্যান ইভেট ডি ক্লার্ক বলেন, ‘একজন পত্রিকার সম্পাদককে এভাবে বিনা বিচারে আটক রাখা মানবাধিকার লঙ্ঘন। একটি সরকার এটা করতে পারে না।’

তিনি বলেন, ‘আমি আশা করি, সরকার অবিলম্বে সম্পাদক মাহমুদুর রহমানকে মুক্তি দেবে এবং পত্রিকা প্রকাশের সব বাধা দূর করবে।’

কংগ্রেসম্যান হাকিম জেফ্রি আমার দেশ সম্পাদকের ওপর নির্যাতনের উদ্বেগ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, গণতন্ত্র, মুক্ত সাংবাদিকতা, মানবাধিকার ও আইনের শাসনের ওপর বিশ্বাস রেখে সরকার অবিলম্বে মাহমুদুর রহমানকে মুক্তি দেবে।
  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger