Tuesday, November 5, 2013

সিনেমায় থাকবেন পিয়া বিপাশা

রুপালি পর্দায় নিয়মিত হবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন মডেল, অভিনেত্রী পিয়া বিপাশা। তিনি সিদ্ধান্ত নিয়েছেন ছোটপর্দায় আর অভিনয় করবেন না। পিয়া এখন অভিনয় করছেন সায়েম জাফর ইমামির ‘রুদ্র দ্য লাভার’ সিনেমায়। এটি পিয়া অভিনীত প্রথম সিনেমা। পিয়া গ্লিটজকে বলেন, “সিনেমাতেই ক্যারিয়ার গড়ব বলে সিদ্ধান্ত নিয়েছি। এখানেই থিতু হতে চাই। সাধারণ দর্শকের কাছে পৌঁছুতে হলে সিনেমার কোনো বিকল্প নাই। সিনেমা মানেই দারুণ ব্যস্ততা। ব্যস্ততার জন্য নাটকে অভিনয় করব না।”

‘রুদ্র দ্য লাভার’ সিনেমায় পিয়ার বিপরীতে অভিনয় করছেন এ.বি.এম.সুমন।


২০১২ সালে একটি বিজ্ঞাপনে মডেল হয়ে ক্যারিয়ার শুরু করেন পিয়া। পিয়া সম্প্রতি সয়াবিন তেলের একটি বিজ্ঞাপনে কাজ করেছেন। বিজ্ঞাপনটি শীঘ্রই প্রচারিত হবে। এ মাসের শেষে ট্যালকম পাউডারের একটি বিজ্ঞাপনের শুটিংয়ে ভারতে যাবেন তিনি।

পিয়া তিনটি টিভি নাটকে অভিনয় করেছেন। মাসুদ টিএমের পরিচালনায় ‘দ্বিতীয় মাত্রা ’ নাটকের মাধ্যমে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু হয় তার। পিয়া অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হল বিইউ শুভর  ‘সময়ের গল্প অসময়ের স্বপ্ন’ ও  ‘অসমাপ্ত ভালোবাসা’।
  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger