কোম্পানীগঞ্জে যুবলীগকর্মীকে কুপিয়ে জখম
নোয়াখালী: ব্যারিস্টার মওদুদ আহমেদকে আটকের পর কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের সরকার দিঘী
এলাকায় মামুন (২৬) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম করেছে বিএনপির নেতাকর্মীরা।
গুরুতর আহত অবস্থায় মামুনকে উদ্ধার করে ফেনী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার রাতে মামুনের ওপর হামলা চালানো হয়।
এদিকে, কোম্পানীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর আবুল খায়েরের কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে বিক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বাংলানিউজকে জানান, মামুন নামে যুবলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে শুনেছি। থানায় লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, শুক্রবার রাতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদসহ দলের শীর্ষ নেতাদেরআটকের প্রতিবাদে শনিবার জেলার কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকে উপজেলা বিএনপি।
বাংলাদেশ সময়: ১২১২ নভেম্বর ০৯, ২০১৩
পিসি/বিএসকে
0 comments:
Post a Comment