তৈমুরের বাড়িতে দুই দফা অভিযান
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার অভিযোগ করেছেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার বাসায় দুই দফা অভিযান চালিয়েছেন। তবে ওই সময়ে তিনি বাসায় ছিলেন না।
তৈমুর মোবাইল ফোনে বাংলানিউজকে জানান, শুক্রবার দিনগত রাত সাড়ে ১২টায় ও শনিবার সকাল পৌনে ৯টায় সাদা পোশাকের ১০ জন নিজেদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে শহরের মাসদাইরে তার বাড়িতে প্রবেশ করেন। এ সময় তিনি বাসায় ছিলেন না। অভিযানকারীরা তার শোয়ার ঘর থেকে শুরু সমস্ত বাড়িতে তল্লাশি চালান। এ সময় বাড়িতে কাউকে না পেয়ে চলে যান অভিযানকারীরা।
তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারা অভিযান চালিয়েছেন, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলতে পারেনি।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৩
টিএইচ/এএসআর/বিএসকে
0 comments:
Post a Comment