খুলনায় ঘের কর্মচারীর লাশ উদ্ধার
খুলনা: খুলনার রূপসা উপজেলায় কিশোর (২৫) নামের এক ঘের কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার ডোবা গ্রামের একটি মাছের ঘের থেকে গলায় গামছা ফাঁস দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
কিশোর ডোবা গ্রামের মন্দ্রেনাথ মজুমদারের ঘেরের কর্মচারী।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী নেওয়াজ ১১টা ৪০ মিনিটে বাংলানিউজকে জানান, স্থানীয়রা মাছের ঘেরে লাশ দেখে পুলিশকে খবর দেয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলেও জানান ওসি।
তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৩
এমআরএম/একে/টিকে/বিএসকে
0 comments:
Post a Comment