Friday, November 8, 2013

পাবনায় হরতালে ককটেল বিস্ফোরণ-ভাঙচুর

পাবনা: পাবনায় হরতালের সমর্থনে বের করা বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটেছে।


শনিবার দুপুর পৌনে ১২টার দিকে শহরের আব্দুল হামিদ সড়কে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি জেলা আ’লীগের কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় মিছিলে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় নেতাকর্মীরা প্রধান সড়কের ১৫টি দোকানপাট ভাঙচুর করে।


পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পিকেটারদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


পাবনার পুলিশ সুপার (এসপি) মিরাজউদ্দিন আহমেদ বাংলানিউজকে জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।


বাংলাদেশ সময়: ১২৪০ নভেম্বর ০৯, ২০১৩

পিসি/জিসিপি





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger