মাদারীপুরে কুমির হত্যা
মাদারীপুর: মাদারীপুরের শিবচরের আড়িয়াল খাঁ নদে একটি কুমিরকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয়রা।
মৃত কুমিরটিকে দেখতে শত শত উৎসুক জনতা ভিড় জমাচ্ছে নদের চরে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে নাব্যতা হ্রাস পেয়ে নদের বিভিন্ন স্থানে চর জেগে ওঠায় আটকে পড়ে কুমিরটি।
গত ৫ দিন ধরে আড়িয়াল খাঁ নদের জেলার শিবচরের সন্ন্যাসীরচরের হাজী শরীয়তউল্লাহ সেতুর পূর্ব পাড় এলাকায় একটি কুমিড় দেখা যাচ্ছিল।
এরপর থেকে স্থানীয়রা নদে নামা বন্ধ করে দেয়।
সকালে নদের পারে উঠে আটকে গেলে স্থানীয়রা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে কুমিরটিকে হত্যা করে।
কুমিরটি প্রায় সাড়ে ৭ ফুট লম্বা ও প্রায় ২ ফুট প্রস্থ।
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৩
একে/টিকে/বিএসকে
0 comments:
Post a Comment