দেশে স্বস্তির বিনিয়োগ পরিবেশ নেই
ঢাকা: বর্তমানে দেশে স্বস্তির বিনিয়োগ পরিবশে নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
তিনি বলেন, দেশে বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে, তাতে স্বস্তির বিনিয়োগ পরিবেশ নেই। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিনিয়োগ পরিবেশ থাকাটা জরুরি।
শনিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাভারের রানাপ্লাজায় হতাহতদের উদ্ধারে দিয়োজিত স্বেচ্ছাসেবীদের সম্মানিত করতে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ম মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনা বাহিনীর ৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী।
জিওসি হাসান সারওয়ার্দী বলেন, সাভারের রানাপ্লাজায় হতাহতদের অনেকেই এখনো ক্ষতিপূরণ পায়নি। এজন্য মালিকপক্ষকে এগিয়ে আসতে হবে।
বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৩
এসএআর/এমজেএফ/বএসকে
0 comments:
Post a Comment