Friday, November 8, 2013

হিলি সীমান্তে মোটরসাইকেলসহ ফেন্সিডিল উদ্ধার

হিলি (দিনাজপুর): হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত থেকে মোটরসাইকেলসহ ৮৪বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৩) সদস্যরা।


শনিবার সকাল ৯টায় সীমান্তের পার্শ্ববর্তী সোনাপুর পাকারাস্তা থেকে মালামালগুলো উদ্ধার করে বিজিবি হিলি সিপি ক্যাম্পের সদস্যরা।


বিজিবি-৩ হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সবিজুর রহমান বাংলানিউজকে জানান, সকালে একদল চোর‍াচালানকারী ফেন্সিডিল নিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করছে, এমন খবর পেয়ে হাবিলদার গোলাম রব্বানীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল সোনাপুর সড়কে তাদের গতিরোধ করে।


বিজিবির উপস্থিতি টের পেয়ে বাজাজ ডিসকভার (১০০সিসি) মোটরসাইকেল ফেলে রেখে চলে যায় পাচারকারীরা। পরে সেটিতে তল্লাশি চালিয়ে ৮৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।


উদ্ধারকৃত মালামালের মুল্য দুইলাখ পঞ্চাশ হাজার টাকা বলে তিনি জানিয়েছেন।


বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৩

এমজেএফ/বিএসকে





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger