Friday, November 8, 2013

ক্ষেতলালের বড়াইল ইউপি নির্বাচন রোববার

জয়পুরহাট: মেয়াদ পূর্তি হওয়ার ৬ বছর পর অবশেষে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে রোববার।


এই নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা, ওয়ার্ড মেম্বার প্রার্থীরা প্রচার প্রচারণা ইতোমধ্যেই শেষ করেছে।


উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বড়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ১১ হাজার ২শত ৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৫ শত ১৫ জন এবং নারী ভোটার ৫ হাজার ৭ শত ৬১ জন।


চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী ভোট যুদ্ধে মাঠে রয়েছেন। এর মধ্যে বড়াইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা ওবাইদুর রহমান চৌধুরী (কাপ পিরিচ), উপজেলা বিএনপি’র সভাপতি আশরাফ আলী মণ্ডল (তালা) উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন (আনারস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


এছাড়া সংরক্ষিত নারী ৩টি মেম্বার পদে ১২ জন এবং ওয়ার্ড সাধারণ মেম্বার ৯টি পদে ২৬ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার আব্দুল মোত্তালেব বাংলানিউজকে জানান, বড়াইল ইউনিয়ন পরিষদের নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


তিনি আরও জানান, ৯টি ভোট কেন্দ্রের ৩৭টি বুথে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।


বাংলাদেশ সময়: ১২৩৭ নভেম্বর ০৯, ২০১৩

পিসি/বিএসকে





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger