৩০ বছরের রেকর্ড ভাঙল বায়ার্ন
বার্লিন: বুন্দেসলিগার ইতিহাসে অজেয় থাকার নতুন একটি রেকর্ড গড়ল বায়ার্ন মিউনিখ। ১৯৮৩ সালের জানুয়ারিতে হামবুর্গ টানা ৩৬টি লিগ ম্যাচ অজেয় ছিল। শনিবার অগসবার্গকে ৩-০ গোলে হারিয়ে সেটা ভাঙল বায়ার্ন। ২০১২ সালের অক্টোবরে বায়ার লেভারকুসেনের কাছে সর্বশেষ হেরেছিল বর্তমান চ্যাম্পিয়নরা।
প্রধান কোচ পেপ গার্দিওলাও একটি ব্যক্তিগত রেকর্ড গড়লেন। বুন্দেসলিগার কোচিং ইতিহাসে প্রথমবারের মতো কোনো কোচ হার ছাড়াই ১২ ম্যাচ কাটালো।
এলিয়েঞ্জ এরেনায় এদিন পাঁচ মিনিটের মাথায় জার্মান সেন্টার ব্যাক জেরোমে বোয়েটাং দলকে এগিয়ে দেন। ফরাসি উইঙ্গার ফ্রাঙ্ক রিবেরি সরাসরি ফ্রি কিক থেকে ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। আর যোগ করা সময়ের ৫ মিনিটে পেনাল্টি থেকে থমাস মুলার দলের তৃতীয় গোলটি করেন।
এনিয়ে গত ৩৭ ম্যাচের ৩১টিতে জিতল বায়ার্ন। এ সপ্তাহে এর আগে আরেকটি মাইলফলক ছুঁয়েছিল ট্রেবলজয়ীরা। চ্যাম্পিয়ন্স লিগে টানা নবম ম্যাচ জিতে বার্সেলোনার গড়া ২০০২-০৩ মৌসুমের রেকর্ডটির পাশে বসে তারা।
এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে চার পয়েন্টে এগিয়ে শীর্ষে বায়ার্ন। উলফসবার্গের কাছে ২-১ গোলে হেরে যাওয়ায় পিছিয়ে পড়ল ডর্টমুন্ড। এনিয়ে চলতি সপ্তাহে দ্বিতীয় ম্যাচ হারল তারা।
বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, ১০ নভেম্বর ২০১৩
এফএইচএম/এমজেডআর
0 comments:
Post a Comment