রংপুরে সড়ক অবরোধ
রংপুর: অগ্নিসংযোগ করে সড়ক অবরোধের মধ্য দিয়ে রংপুরে হরতাল চলছে।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা ৮৪ ঘণ্টা হরতালের প্রথমদিন রোববার সকালে শিবির কর্মীরা নগরীর দর্শনা এলাকায় সড়কে অগ্নিসংযোগ করে। এসময় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়।
হরতালে নগরীতে দোকান-পাট বন্ধ থাকলেও রিকশা, মোটরসাইকেল, ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করছে। স্কুল-কলেজ, অফিস-আদালত, ব্যাংক-বীমা খোলা রয়েছে। নগরীতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
দুপুর ১টায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খলিফা জানান, নগরীতে এখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে, পুলিশ শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের ৭ কর্মীকে আটক করে। এদের মধ্যে আনোয়ার (৩৩), রনি (২২), রাসেল (২৪) ও শহিদুলের (২৫) নাম জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৩
এসআই/এমজেডআর-eic@banglanews24.com
0 comments:
Post a Comment