Saturday, November 9, 2013

হরতালের বিরুদ্ধে সাংসদ বিএসসি’র মোটর সাইকেল শোভাযাত্রা

চট্টগ্রাম: হরতাল প্রত্যাখান করে চট্টগ্রাম নগরীতে মোটর ‍সাইকেল শোভযাত্রা করেছেন চট্টগ্রাম-৯ (কোতয়ালী-বাকলিয়া) ‍আসনের সাংসদ ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুল ইসলাম বিএসসি ও তার অনুসারীরা।


রোববার সকাল ১১টার দিকে সাংসদ বিএসসি মোটর সাইকেল শোভযাত্রা সহকারী নগরীর খুলশী থেকে বের হন। এসময় মোটর সাইকেলের বহর নিয়ে সাংসদ ও তার অনুসারীরা নগরীর জিইসি মোড়, ওয়াসা, টাইগারপাস, দেওয়ানহাট, চৌমুহনী হয়ে আগ্রাবাদে যান।


এরপর নগরীর আগ্রাবাদের বাদামতলী মোড়ে হরতাল বিরোধী সমাবেশ করেন সাংসদ বিএসসি।


সমাবেশে হরতালের নামে নৈরাজ্যের সমালোচনা করে সাংসদ নূরুল ইসলাম বিএসসি বলেন, ‘হরতাল করে কোন লাভ হবে না। দেশে যথাসময়ে নির্বাচন হবেই। বোমাবাজি করে, ককটেল ফাটিয়ে বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করতে পারবে না।’


তিনি বলেন, ‘আমরা সংবিধান অনুযায়ী নির্বাচন চাই। আর বিরোধী দল বিভিন্ন অজুহাত তুলে যুদ্ধাপরাধীদের বাঁচাতে চাই। কিন্তু এদেশ আর কখনও মুক্তিযুদ্ধের বিপরীত ধারায় ফিরে যাবেনা। কখনও যুদ্ধাপরাধীরা এদেশে রাজনীতি করতে পারবে না। বাংলাদেশের গণতন্ত্র টিকে থাকবেই।’


সমাবেশে নগর আওয়ামী লীগ নেতা মাহবুবুল হক মিঞা, এম এ হান্নান প্রমুখ বক্তব্য রাখেন।


বাংলাদেশ সময়: ১৩২০ঘণ্টা, নভেম্বর ১০,২০১৩

এএএম/এমইউ/আরডিজি/টিসি





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger