সিংড়ায় আ’লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৯
নাটোর: নাটোরের সিংড়া উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ৯ জন আহত হয়েছে।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা ৮৪ ঘণ্টা হরতালের প্রথমদিন রোববার দুপুর ১২টার দিকে উপজেলার চামারী ইউনিয়নের পাঙ্গাশিয়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আ’ লীগ নেতাকর্মীদের ৬টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয় পিকেটাররা।
আহতদের মধ্যে চামারী ইউনিয়ন আ’ লীগের সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম ও ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক শাহারিয়ার হোসেন চ্যালেঞ্জকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে দুপুরে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।
এদিকে, সিংড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি জমশেদ আলী অভিযোগ করে বলেন, আ’ লীগ কর্মীরা ছাত্রদল নেতা চ্যালেঞ্জের বাড়িতে ভাঙচুর চালিয়েছে ও অগ্নিসংযোগ করেছে।
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৩
এসআই/আরআইএস-eic@banglanews24.com
0 comments:
Post a Comment