Saturday, November 9, 2013

হরতালকারীদের ককটেলের জবাবে পুলিশের রাবার বুলেট

চট্টগ্রাম: নগরীর একে খান মোড়ে রোববার দুপুরে ফের হরতালকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশকে লক্ষ্য করে হরতালকারীরা ককটেল নিক্ষেপ করে। অন্যদিকে হরতালকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে।


প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুর দেড়টার দিকে কর্ণেলহাটের ভেতরে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়। এসময় মিছিল থেকে উপস্থিত পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুঁড়ে মারা হয়।


পুলিশ মিছিলকারীদের ধাওয়া দিলে উভয় গ্রুপে সংঘর্ষ শুরু হয়। মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল নিক্ষেপ করে।


পুলিশও পাল্টা রাবার বুলেট ছুঁড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশের ধাওয়ায় মিছিলকারীরা বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে অবস্থান নেয়। এছাড়া মিছিলকারীরা রাস্তায় একটি ঠেলাগাড়িতে আগুন ধরিয়ে দেয়।


পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা ফাঁকা রাবার বুলেট ছুঁড়ছেন। অন্যদিকে মিছিলকারীরা বিভিন্ন স্থানে আশ্রয় নিয়ে পুলিশের উপর হামলা চালিয়ে যাচ্ছেন।


বাংলাদেশ সময়: ১৩২০ঘণ্টা, নভেম্বর ১০,২০১৩

এএএম/এমইউ/আরডিজি/টিসি





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger