Sunday, November 10, 2013

মৌসুমীর দ্য পানিশমেন্ট

১৪ নভেম্বর এস এ টিভিতে প্রচার হতে যাচ্ছে মৌসুমী হামিদ অভিনীত একক নাটক ‘দ্য পানিশমেন্ট’। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় নাটকটি নির্মাণ করেছেন শুভ্র আহমেদ। এ নাটকে আরো অভিনয় করেছেন নাঈম ও অনি।


নির্মাতা জানান, সাবেক প্রেমিকার বাড়িতে পরকিয়া করতে গিয়ে বাথরুমে আটকে যায় প্রেমিক শুভ। চাবি দিয়ে দরজা খুলছে না। সে আটকা পরে বাথরুমে। এ দিকে প্রেমিকার স্বামী চলে আসার সময় হয়েছে। কি হবে এখন। এরকম একটি গল্প নিয়ে নাটকটি নির্মাণ করা হয়েছে।


বাংলাদেশ সময় : ১৩৪৫ ঘণ্টা, ১০ নভেম্বর, ২০১৩

জিআর/এমজেডআর





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger