সুপ্রিমকোর্টে হরতালের সমর্থনে মিছিল
ঢাকা: ১৮ দলীয় জোটের ডাকা ৮৪ ঘণ্টার হরতালের প্রথম দিনে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে মিছিল ও সমাবেশ করেছে বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীরা।
রোববার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবন থেকে মিছিল শুরু হয়। এরপর অ্যানেক্স ভবনসহ বিভিন্ন ভবন ঘুরে মূল ফটকের সামনে গেলে পুলিশ বাধা দেয়। এরপর মিছিল নিয়ে আবার আইনজীবী সমিতি ভবনে ফিরে আসে। পরে আইনজীবী সমিতি ভবনের হল রুমে প্রতিবাদ সভা করেন তারা।
সভায় বক্তব্য দেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদীন, বিএনপির যুগ্ম মহাসচিব ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট আবেদন রাজা, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, গাজী কামরুল ইসলাম সজল ও মির্জা আল মাহমুদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৩
এমইএস/এএইচএস/বিএসকে
0 comments:
Post a Comment