Sunday, November 10, 2013

বিস্ফোরণ ভাঙচুরে ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সিলেট: সিলেটে ১৮দলীয় জোটের হরতালের সমর্থনে বের করা মিছিল থেকে নগরীতে ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুরের ঘটনায় বিএনপি-জামায়াতের ১০ জনের নাম উল্লেখ করে প্রায় ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।


শনিবার রাতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালী থানার মামলাটি দায়ের করেন।


সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) ও মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ আয়ুব বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।


উল্লেখ্য, শনিবার বিকালে নগরীর জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, দরগা গেইট এলাকায় হরতালের সমর্থনে বের করা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ এবং বিভিন্ন ধরনের প্রায় অর্ধশতাধিক গাড়ি-দোকানপাট ভাঙচুর করা হয়।


এসব ঘটনার ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার পর রাতে তাদের আসামি করে মামলা করা হয় বলে তিনি জানান।


এদিকে মামলা দায়েরের পর শনিবার রাতভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এসময় তিন জামায়াত-শিবির কর্মীকে আটক করা হয়।


আটককৃতরা হলেন, জামায়াতের সিলেট জেলা দক্ষিণ শাখার সদস্য নুরুল হক মাস্টার, সিলেট ল’ কলেজ শিবিরের সদস্য জাকারিয়া আহমদ এবং সিলেট মহানগরের ৩ নম্বর ওয়ার্ড শিবিরের সেক্রেটারি সাকের আহমদ চৌধুরী।


আটককৃতদের ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে পুলিশের মিডিয়া সমন্বয়ক আয়ুব জানান।


বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৩

এএএন/টিকে/বিএসকে





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger