Sunday, November 10, 2013

হরতালে নোয়াখালীতে অ্যাম্বুলেন্সে আগুন

রোববার ভোরে উপজেলার চাপরাশিরহাটে এ ঘটনার সময় একটি দুটি ট্রাকেও আগুন দেয় তারা।


চাপরাশিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিন উদ্দিন টিটু বলেন, ভোরে জেলা সদর থেকে রিপ অ্যাম্বুলেন্স সার্ভিসের একটি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে আসে। রোগী নামিয়ে দিয়ে চাপরাশির হাট থেকে ফেরার পথে সেটি হরতাল সমর্থকদের হামলার শিকার হয়।


তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানান তিনি।


কবিরহাট থানার ওসি মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।


এ ব্যাপারে অ্যাম্বুলেন্স চালক ফিরোজ একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান ওসি।


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জ কবিরহাটে ভোর থেকেই বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচলে অবরোধ সৃষ্টি করে পিকেটাররা।


এছাড়া জেলা শহর মাইজদী ও দত্তেরহাটে ভোর থেকে হরতালের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল করে ১৮ দলের নেতা কর্মীরা।





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger