Sunday, November 10, 2013

দু’দলের সমঝোতা চান সিইসি

ঢাকা: বৃহত্তর গণতন্ত্রের কথা ভেবে প্রধান দুই রাজনৈতিক দলকে সমঝোতায় আসার আহবান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ।


রোববার নির্বাচন দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে ইসি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহবান জানান।


তিনি বলেন, দেশবাসী চায় একটি শান্তিপূর্ণ নির্বাচন। সহিংসতা কেউ চায় না। এ জন্য সবার প্রতি আমার আহবান। দেশের সার্বিক মঙ্গল কামনায় গণতন্ত্রের বৃহৎ স্বার্থে সমঝোতা করুন। সময় এখনো শেষ হয়ে যায় নি। তাই আমি সবাইকে বলব। জনগণ যা চায়। তা মেনে নিয়ে শান্তিপূর্ণ নির্বাচনে অংশ গ্রহণ করুন।


বাংলাদেশ সময়: ১৪০০ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৩

আরএম/এসই/এনএস/এমজেডআর





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger