রূপগঞ্জে রাইজার বিস্ফোরণে ২০ ঘর পুড়ে ছাই, আহত ১০
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিতাস গ্যাসের অবৈধ রাইজার বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। আগুনে দুই ব্যবসায়ীর ২০ বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ১০ জন।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তারাব পৌরসভার হাটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বাদল, রুক্কু মিস্ত্রি, শাহজাহান, সামিউল হক, তরিকুল, নাসির, তমিজ, শরীফ, সবুজ ও রেজাউল। তাদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাটিপাড়া এলাকার ব্যবসায়ী নয়ন সরকার ও রতন সরকার এক মাস আগে তিতাস গ্যাসের পাইপ থেকে অবৈধভাবে তাদের বাড়িতে গ্যাস সংযোগ নেন। সংযোগ নিতে তারা নিম্নমানের মালপত্র (রাইজার) ব্যবহার করেন।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ করে গাসের রাইজারটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এসময় বাড়ির লোকজন ঘর থেকে বেরিয়ে পড়েন। পরে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা প্রায় ৫০ থেকে ৬০ ফুট উঁচুতে উঠে যায় এবং পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়ভাবে আগুন নেভাতে গিয়ে ওই ১০ জন আহত হন। পরে খবর পেয়ে ডেমড়া দমকল বাহিনীর ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
কিন্তু ততক্ষণে মালপত্রসহ বাড়ির ২০টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ক্ষতিগ্রস্তরা।
ডেমড়া দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা মিরন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৩
এসআই/আরআইএস-eic@banglanews24.com
0 comments:
Post a Comment