Friday, November 8, 2013

ইসলামী আন্দোলনের সমাবেশে শুরু

ঢাকা: সুখী-সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশে শুরু হয়েছে।


শুত্রুবার বিকাল ৩ টায় রাজধানী সোহরাওয়াদী উদ্যোনে এ সমাবেশে শূরু হয।


ঢাকা মহানগর সভাপতি এটিএম হেমায়েত উ্দ্দিনের সভাপতিত্বে চরমোইনের পীর মুফতী সৈয়দ রেজাউল করীমসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতারা বক্তব্য রাখবেন।


সারাদেশে থেকে কয়েক হাজার নেতা-কর্মীরা সমাবেশস্থলে এসে হাজির হয়েছে।


অন্যদিকে সমাবেশেকে কেন্দ্র সোহরাওয়ার্দী উদ্যোনের আশেপাশে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে।


মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব।


এর আগে বুধবার সোহরাওয়ার্দী উদ্যোনের গণসমাবেশের অনুমতি দেয় প্রশাসন।


বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ০৮,২০১৩

এনএম/এনএস/আরআইএস





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger