মহাসমাবেশ থেকে পিছু হটলো হেফাজত
ঢাকা: পবিত্র আশুরা সহ বেশ কিছু কারণ দেখিয়ে ১৫ নভেম্বরের সমাবেশ থেকে পিছু হটলো হেফাজত।
তাদের পূর্বঘোষিত এ কর্মসূচি হচ্ছে না এমন আভাস পাওয়া গেছে হেফাজতের দায়িত্বশীল কয়েকজন নেতার কাছ থেকে। একই সঙ্গে পূর্বঘোষিত বিভাগীয় সমাবেশসহ অন্যান্য কর্মসূচিও পেছানোর চিন্তা করছে সংগঠনটি।
হেফাজতে ইসলাম ঢাকা মহানগরী শাখার একজন যুগ্ম-আহবায়ক নাম না প্রকাশের শর্তে বাংলানিউজকে এ তথ্য জানান।
সূত্র জানায়, সমাবেশের অনুমতি চেয়ে বৃহস্পতিবার বিকেলে (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) ডিএমপির কাছে অনুমতি চাওয়া হলেও সমাবেশে পেছানো হচ্ছে।
কারণ হিসেবে সূত্র বলছে, ১৫ নভেম্বর পবিত্র আশুরা এবং সমাবেশের আগের ও পরের দুইদিন তাবলীগ জামায়াতের ঢাকা জেলার কর্মসূচি থাকায় এ সমাবেশ পেছানো হচ্ছে। তবে তারিখ পেছালেও সমাবেশ হওয়ার বিষয়টি নিশ্চিত করে সূত্র বলছে, এক সপ্তাহ পর আবারও তারিখ ঘোষণা করা হবে।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী অবশ্য বাংলানিউজকে বলেন, কর্মসূচি পেছানোর ব্যাপারে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এটি নিয়ে আলোচনা চলছে। সময়মত তা আপনাদের জানানো হবে।
প্রসঙ্গত, গত ২ নভেম্বর চট্টগ্রামের হাটহাজারীর পার্বতী হাইস্কুল মাঠে হেফাজতে ইসলাম চট্টগ্রামের বিভাগীয় সমাবেশ থেকে এ কর্মসূচির ঘোষণা দেন হেফাজতের আমীর আল্লামা শফী।
কওমি মাদ্রাসা সরকারি নিয়ন্ত্রণে নেওয়ার ‘যড়যন্ত্র’ ও পূর্বঘোষিত ১৩ দফা দাবিতে এই সমাবেশের ডাক দেয় হেফাজত।
এদিকে হেফাজতের এই সমাবেশ ঘোষণার পর একই জায়গায় একই সময় সমাবেশের ডাক দেয় তরিকত ফেডারেশন। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ, সকল দলের অংশগ্রহণে সর্বদলীয় সরকার গঠন ও নির্বাচন কমিশনকে (ইসি) শক্তিশালী করার দাবিতে এ সমাবেশে ডাকে সংগঠনটি।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৩
এনএম/আরআই/জেসিকে
0 comments:
Post a Comment