না’গঞ্জে প্রবাসীর বাড়ি ডাকাতি, ৪৫ ভরি স্বর্ণ লুট
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় সশস্ত্র ডাকাতরা লুটে নিয়েছে নগদ দেড় লাখ টাকা ও ৪৫ ভরি স্বর্ণালংকার।
শুক্রবার ভোরে মাসদাইর শেরে বাংলা রোড এলাকার ইতালি প্রবাসী ফেরদৌস আল আরাফাতের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ফেরদৌসের বাবা আবুল বাশার জানান, দুই তলা ভবনের দ্বিতীয় তলাতে তারা পরিবার নিয়ে বসবাস করেন। শুক্রবার ভোরে মুখোশ পরা ৮-১০ জন ডাকাত বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। দ্বিতীয় তলায় গিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। পরে ডাকাতরা ঘরের ৩টি আলমারি ভেঙে ৪৫ ভরি স্বর্নালংকার ও নগদ দেড় লাখ টাকা, দু’টি মোবাইল ও একটি দেয়াল ঘড়ি নিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ডাকাতদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৩
এএ/আরআইএস
0 comments:
Post a Comment