যশোরে প্রজনন স্বাস্থ্যসেবা বিষয়ক ফটোআপ মিটিং
যশোর: যশোরে ‘কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা’ বিষয়ক এক ফটোআপ মিটিং অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে এ ফটোআপ মিটিংয়ের আয়োজন করা হয়। গণসাক্ষরতা অভিযান ও জাগরণী চক্র ফাউন্ডেশন এ সভার আয়োজন করে।
সভায় বক্তব্য রাখেন গণসাক্ষরতা অভিযানের প্রোগ্রাম ম্যানেজার মোস্তাফিজুর রহমান, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার খালেদা হাবিব, জাগরণী চক্র ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা হাসিব নেওয়াজ, কালের কণ্ঠ’র সিনিয়র রিপোর্টার কবি ফখরে আলম, সাংবাদিক শাহানারা বেগম, শিকদার খালিদ, মনিরুল ইসলাম, মনিরুজ্জামান মুনির প্রমুখ।
সভায় কিশোর কিশোরীদের বয়ঃসন্ধিকালীন অবস্থা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক শিক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৩
পিসি/জেসিকে
0 comments:
Post a Comment