জনগণ শর্তবিহীন সংলাপ চায়
নোয়াখালী: দেশের জনগণ শর্তবিহীন সংলাপ চায় বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, আন্দোলন-সংগ্রামের মাধ্যমে সহিংসতার রাজনীতি নয়। শান্তি প্রতিষ্ঠায় শর্তবিহীন সংলাপের মাধ্যমে দুই নেত্রীর মাঝে সমঝোতার সেতুবন্ধন হবে।
শুক্রবার দুপুর ১২টায় নোয়াখালীর কবিরহাটে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত পৌর মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের মাঝে অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সময়ক্ষেপণ না করে শিগগিরই সংলাপে আসুন। আপনারা হরতাল দিয়ে শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে ব্যাহত করছেন।
মন্ত্রী ১০২ মুক্তিযোদ্ধা ও দরিদ্র লোকজনের মাঝে ৫ হাজার টাকা করে প্রায় ১০ লক্ষাধিক টাকার অনুদানের চেক বিতরণ করেন।
অনুদান প্রদান অনুষ্ঠানে জেলা প্রসাশক সোহেল ইমাম খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান পিপিএম, নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, কবিরহাটের পৌর মেয়র জহিরুল হক রায়হান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি প্রমুখ।
এর আগে যোগাযোগমন্ত্রী নিজ নির্বাচনী এলাকা কবিরহাট উপজেলায় নির্মাণ শেষে পাকা-সড়ক, ব্রিজ, কালর্ভাট ও উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
বাংলাদেশ সময়: ১৫২৬ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৩
পিসি/আরআইএস
0 comments:
Post a Comment