ইসলামী আন্দোলনের মহাসমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা
ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। সমাবেশে আসার পাঁচটি গেটে বসানো হয়েছে চেকপোস্ট। এসব চেকপোস্টে ‘মেটাল ডিটেক্টরের’ মাধ্যমে তল্লাশি করার পরই সমাবেশে আগতদের ঢুকতে দেয়া হচ্ছে।
শুক্রবার সরেজমিন ঘুরে দেখা যায়, উদ্যানে প্রবেশের জন্য ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন, কালী মন্দির, টিএসসি, ছবির হাট, এবং শিখা চিরন্তনে পাঁচটি গেট করা হয়েছে। ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে প্রধান গেট থেকে শুরু করে ভেতরের সবগুলো গেটে পুলিশ, ৠাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সতর্ক অবস্থান নিয়ে আছেন। প্রস্তুত রাখা হয়েছে পুলিশের সবগুলো সাঁজোয়া যান।
শাহবাগ থানার এসআই জামিনুর রহমান বাংলানিউজকে বলেন, সমাবেশের নিরাপত্তার জন্য প্রায় ৮/১০ প্লাটুন পুলিশ কাজ করছে। আরো অতিরিক্ত পুলিশ সদস্যকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। যে কোন ধরনের নাশকতা হলে যেন তা প্রতিরোধ করা যায় সে ব্যবস্থা রাখা হয়েছে।
উল্লেখ্য, সোহরাওয়ার্দী উদ্যানে জুময়ার নামাজের পর ইসলামী আন্দোলনের মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন সংগঠনের আমীর রেজাউল করিম।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৩
আইএ/জেডকে/এনএস/জেসিকে
0 comments:
Post a Comment