বিকেন্দ্রীকরণের অভাবেই অপরিকল্পিত নগরায়ন
ঢাকা: স্বাধীনতা পরবর্তী সময়ে সুষ্ঠু বিকেন্দ্রীকরণের অভাবে দেশে অপরিকল্পিতভাবে নগর গড়ে উঠেছে।
শুক্রবার বিশ্ব নগর পরিকল্পনা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানারস্ আয়োজিত এক সেমিনারে এ মন্তব্য করেন গৃহায়ণ ও গণপূর্ত সচিব ড. খোন্দকার শওকত হোসেন।
তিনি বলেন, নগরায়নের সঙ্গে পরিকল্পনাবিদদের সমন্বয়ের অভাবে এতদিন সুষ্ঠু বিকেন্দ্রীকরণ হয়ে ওঠেনি। এর অন্যতম কারণ পরিকল্পনাবিদদের সংগঠিত হতে না পারা।
বঙ্গবন্ধু স্থানীয় সরকারের যে পরিকল্পনা করেছিলেন তাতে পরিকল্পিত নগরায়নের বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল উল্লেখ করে সচিব বলেন, বঙ্গবন্ধুর পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়ন না হওয়ায় ঔপনিবেশিক শাসনামলে জেলাপ্রশাসকের যে ক্ষমতা ছিল বর্তমানে তাও সীমাবদ্ধ হয়ে এসেছে।
সমাবেশে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদা দেশের পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে শহর এবং নগর উন্নয়নের জন্য প্ল্যানিং কমিশন থেকে চূড়ান্ত একটি পরিকল্পনা প্রণয়নের প্রস্তাব উত্থাপন করেন।
আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক ড. গোলাম রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্যে রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক খোন্দকার এম আনসার হোসেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক সরওয়ার জাহান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৩
এটি/জেডকে/আরআই/জিসিপি
0 comments:
Post a Comment