কোস্তার স্বপ্ন পূরণ
মাদ্রিদ: অবশেষে স্পেনের জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে দিয়েগো কোস্তার। এ মাসে ইকুয়েটোরিয়াল গিনি ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য ঘোষিত দলে জন্মসূত্রে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে রেখেছেন ভিনসেন্ত দেল বস্ক।
চলতি ক্লাব ফুটবল মৌসুমে অ্যাতলেতিকো মাদ্রিদের জার্সি গায়ে দুর্দান্ত ফর্মে কোস্তা। লা লিগায় ১২ ম্যাচে ১৩ গোল করে এখন পর্যন্ত শীর্ষে। গত মাসে একটি চিঠিতে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড দৃঢ়ভাবে জানান- ব্রাজিল নয়, বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়নদের হয়ে খেলতে চান। তার এমন দৃঢ়তা ও দুর্দান্ত পারফরমেন্সের মুগ্ধ হয়েই স্পেনের হয়ে খেলার সুযোগ দিতে চান কোচ।
২৫ বছর বয়সী ফরোয়ার্ডকে নিয়ে বস্ক বললেন,‘স্পেনের হয়ে খেলার সকল আনুষঙ্গিকতা সে পূরণ করেছে। আর খুব ভালো ফর্মেও আছে।’ বৃহস্পতিবার স্প্যানিশ সকার ফেডারেশনের সদর দফতরে বিশ্বজয়ী কোচ বললেন,‘আমার কোনো সন্দেহ নেই অন্যদের মতো একজন সদস্য হয়েই সে থাকতে পারবে। তাকে দলে অন্তর্ভুক্ত করতে সর্বশেষ পদক্ষেপ ছিল ব্যক্তিগতভাবে তাকে জানা, আমরা অভিভূত।’
স্পেনের প্রতি কোস্তার অঙ্গীকারবদ্ধতা দেখে ব্রাজিল কোচ লুইজ ফেলিপ স্কলারির রাগ হওয়াটাই স্বাভাবিক। ‘লাখ লাখ ব্রাজিলিয়ান ভক্তদের কাঁচকলা দেখিয়েছে’ কোস্তা, এমন অভিযোগ করে চলতি মাসে হন্ডুরাস ও চিলির বিপক্ষে প্রীতি ম্যাচে দলে রাখেননি তিনি।
গত মার্চে রাশিয়া ও ইতালির বিপক্ষে সর্বশেষ ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছিলেন কোস্তা। তবে জুনের কনফেডারেশন্স কাপের দল থেকে বাদ পড়তে হয় তাকে।
পঞ্চম ব্রাজিলিয়ান হিসেবে স্পেনের জাতীয় দলে খেলতে যাচ্ছেন এই ফরোয়ার্ড। এর আগে হেরাল্ডো বেকেরা, কাতানহা, দোনাতো ও মারকোস সেনা খেলেছেন।
১৬ নভেম্বরই মালাবোয় গিনির বিপক্ষে প্রথম ম্যাচে দেখা যেতে পারে কোস্তাকে।
দল: গোলরক্ষক- ইকার ক্যাসিয়াস, পেপে রেইনা, ভিক্টর ভালদেস; ডিফেন্ডার্স- আলভারো আরবেলো, রাউল আলবিওল, সার্জিও রামোস, আলবার্তো মোরেনো, জুয়ানফ্রান, জাভি মার্টিনেজ, ইনিগো মার্টিনেজ, নাচো মনরিল; মিডফিল্ডার- সার্জিও বুসকেটস, জাভি অ্যালোন্সো, কোক, আন্দ্রেস ইনিয়েস্তা, সান্তি কাজোরলা, সেস ফেব্রিগাস; ফরোয়ার্ড- জিসাস নাভাস, আলভারো নেগ্রেদো, পেদ্রো, ডেভিড ভিয়া, হুয়ান মাতা ও দিয়েগো কোস্তা।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ৮ নভেম্বর ২০১৩
এফএইচএম/আরআইএস
0 comments:
Post a Comment