Friday, November 8, 2013

পরিবারের সাক্ষাৎ পেলেন মুরসি

ঢাকা: গত ৩ জুন সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবারের মতো পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেলেন মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি।


দেশটির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, আলেক্সান্দ্রিয়ার বুর্জ আল-আরব কারাগারে পরিবারের সদস্যদের সঙ্গে মুরসিকে সাক্ষাৎ করার অনুমতি দিয়েছে সেনাসমর্থিত অন্তর্বর্তী সরকার।


নাম প্রকাশে অনিচ্ছুক কারাগারটির জনৈক কর্মকর্তা জানান, মুরসির সঙ্গে তার স্ত্রী, কন্যা ও তিন পুত্র সাক্ষাৎ করেছেন। এসময় সাবেক প্রেসিডেন্টের জন্য দুই ব্যাগ খাবার ও কিছু পোশাক নিতে দেখা গেছে পরিবারের সদস্যদের।


ওই কর্মকর্তা আরও জানান, মুরসিকে বর্তমানে কারাগারের মেডিকেল বিভাগে রাখা হয়েছে, তবে শিগগির তাকে আবার নিজের সেলে নিয়ে যাওয়া হবে।


প্রসঙ্গত, বিরোধীদের হত্যা ও সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগ এনে মুরসিসহ তার দল মুসলিম ব্রাদারহুডের ১৪ শীর্ষ নেতাকে বিচারের মুখোমুখি করতে সম্প্রতি রাজধানী কায়রোর পুলিশ অ্যাকাডেমিতে একটি বিশেষ আদালত স্থাপন করে সেনাবাহিনী। বিচারের মুখোমুখি করার জন্য অজ্ঞাত স্থান থেকে গত সোমবার হেলিকপ্টারযোগে পুলিশ অ্যাকাডেমিতে নিয়ে আসা হয় মুরসিকে।


তবে, বিচারকক্ষে সেনাঅভ্যুত্থানের বিরুদ্ধে চেঁচামেচি ও বিচার প্রত্যাখ্যান করে শ্লোগান দেওয়ায় আগামী ৮ জানুয়ারি পর্যন্ত বিচার স্থগিত ঘোষণা করেন আদালত। এরপর মুরসিকে আলেক্সান্দ্রিয়ার কারগারটিতে পাঠানোর নির্দেশ দেন বিশেষ আদালত। তারপর থেকে এখানেই বন্দি আছেন ব্রাদারহুডসমর্থিত সাবেক প্রেসিডেন্ট।


মুরসির আইনি প্রতিরক্ষা দলের মুখপাত্র ইব্রাহীম এল-দাহমাতি সংবাদ মাধ্যমকে জানান, আগামী সপ্তাহেই সাবেক প্রেসিডেন্টের সঙ্গে তার আইনজীবীদের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবে।


তবে বৃহস্পতিবার সেনাসমর্থিত সরকারের পক্ষ থেকে বলা হয়, গত মঙ্গলবার ইসলামী নববর্ষ উদযাপন উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইব্রাহীমের বিশেষ বিবেচনায় পরিবারের সঙ্গে মুরসিকে সাক্ষাৎ করার অনুমতি দেওয়া হয়েছে। এই সুযোগ কারাগারের প্রায় সব বন্দিই পেয়েছেন।


উল্লেখ্য, মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তাকে স্বপদে বহাল করতে আন্দোলন চালিয়ে যাচ্ছে এক সময়ের নিষিদ্ধঘোষিত দল ব্রাদারহুড।


কিন্তু অভ্যুত্থান ঘটিয়ে রাষ্ট্রের নিয়ন্ত্রণ নেওয়া সেনাবাহিনী উল্টো মুরসিকে বিরোধীদের হত্যা ও সহিংসতায় উস্কানির অভিযোগে বিচারের মুখোমুখি করতে চলেছে।


বিশ্লেষকরা বলছেন, অভিযোগ প্রমাণিত হলে হয়তো যাবজ্জীবন এমনকি মৃত্যুদণ্ডও হতে পারে মুরসির। আর এতে আরব দেশটির চলমান সঙ্কট আরও ঘনীভূতই হবে।


বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৩

এইচএ/জিসিপি





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger