গাজীপুরের কালিয়াকৈরে স্কুলছাত্র খুন
নিহত মুশফিক হোসেন রাতিন (৯) উপজেলার মৌচাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র। তার বাবা মোবারক হোসেন চেয়ারম্যানবাড়ি রোড এলাকার আব্দুর রাজ্জাকের ভাড়াটিয়া। তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ থানার কেরোয়া এলাকায়।
শুক্রবার সকালে উপজেলার বড় রতনপুর এলাকার একটি ডোবা থেকে মুশফিকের লাশ উদ্ধার করা হয়।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ মো. আজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২ নভেম্বর বিকেলে মৌচাকের নূরবাগ আমবাগান মাঠে খেলতে বের হয়ে আর ফেরেনি মুশফিক।
পরদিন অচেনা নম্বর থেকে ফোন করে তার বাবার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ঘটনাটি র্যাব বা পুলিশকে জানাতে নিষেধ করা হয়। কাউকে না জানিয়ে মোবারক ‘বিক্যাশ’ এর মাধ্যমে ওই মোবাইল নম্বরে ১০ হাজার টাকা পাঠান।
ওই রাতেই তিনি কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং র্যাব-১ এর কার্যালয়ে অভিযোগ করেন।
আজহারুল বলেন, “পরে ওই মোবাইল ফোন ট্র্যাক করে বৃহস্পতিবার ওয়াহাব নামের এক যুবককে আটক করার পর তার স্বীকারোক্তিমতে শুক্রবার সকাল ১০টার দিকে বড় রতনপুর এলাকার একটি ডোবা থেকে মুশফিকের লাশ উদ্ধার করা হয়।”
0 comments:
Post a Comment