Friday, November 8, 2013

খেলাপি ঋণ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে

ঢাকা: ব্যাংক খাতে খেলাপি ঋণ দ্রুত কমিয়ে আনতে নির্দেশ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।


শুক্রবার বাংলানিউজকে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক নিয়মিতভাবে খেলাপি ঋণ সহনীয় রাখতে তাগিদ দিয়ে থাকে। আশা করছি ব্যাংকগুলো দ্রুত খেলাপি ঋণ কমিয়ে আনতে সক্ষম হবে। এ ব্যাপারে আমরা আবারও নির্দেশনা দিয়েছি।


এ সময় তিনি আরো বলেন, দেশের সাম্প্রতিক পরিস্থিতি খেলাপি ঋণ বাড়ার কারণগুলোর মধ্যে একটি। এটা ঠিক হয়ে গেলে, ব্যবসা বাণিজ্য সচল হলে, ব্যাংকের এই উচ্চমাত্রার খেলাপি ঋণ কমে যাবে।


এদিকে সূত্র, জানিয়েছে, খেলাপি ঋণের এই উচ্চমাত্রায় উদ্বিগ্ন বাংলাদেশ ব্যাংক। শিগগিরই আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে ব্যাংকগুলোকে গ্রাহকের সঙ্গে যোগাযোগ রক্ষা করে খেলাপি ঋণ কমাতে নির্দেশ দেবে।


সূত্র জানায়, গত সেপ্টেম্বর ভিত্তিক ব্যাংকগুলোতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৫৬ হাজার ৭২০ কোটি টাকা। যা এর আগের প্রান্তিকের তুলনায় ১২ দশমিক ৮৮ শতাংশ বেশি। এর আগে জুন মাস ভিত্তিতে খেলাপি ঋণের পরিমাণ ছিলো ৫২ হাজার ৩২০ কোটি টাকা। অর্থাৎ তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণের পরিমাণ প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা বেড়েছে।


এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র এএফএম আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, বাংলাদেশ ব্যাংকের পক্ষে বড় বড় ঋণ গ্রহীতার সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে প্রয়োজনে কিস্তিতে ঋণ আদায়ের পরামর্শ দেওয়া হচ্ছে।


বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৩

এসএআর/এমজেএফ/জিসিপি





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger