দু’জন নির্বাচনকালীন সরকার প্রধান প্রস্তাব শিল্প সংগঠনের
ঢাকা: শিল্প সংগঠন বাংলাদেশ শিল্প ও উন্নয়ন পরিষদ(বিআইডিসি) নির্বাচনকালীন দু’জন সরকার প্রধানের প্রস্তাব করেছেন।
এর মধ্যে সরকার প্রধান হবেন একজন এবং নির্বাচনকালীন সরকারের উপ-প্রধান হবেন এক জন। উপদেষ্টা থাকবেন ১৬ থেকে ২০ জন।
শুক্রবার সকালে রাজধানীর কারওরান বাজারস্থ ২নং ভবন ঢাকা সিটি মার্কেটের ২য় তলায় “নির্বাচনকালীন সরকার, প্রাইমারি নির্বাচিত নমিনেশন: শিল্প বিপ্লব” শীর্ষক এক সাংবাদিক সম্মেলনে এই প্রস্তাব করে বিআইডিসি।
সম্মেলনে লিখিত প্রস্তাবটি তুলে ধরেন বিআইডিসি’র চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরী।
সম্মেলনে আরও বলা হয়, নির্বাচনকালীন সরকার প্রধান হবেন সাবেক স্পীকার ও বিএনপি নেতা ব্যরিস্টার জমির উদ্দিন সরকার। নির্বাচনকালীন সরকারের উপ প্রধান হবেন আওয়ামী লীগ নেতা ও বর্তমান স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা থাকবেন আওয়ামী লীগ নেতা ও পররাষ্ট্র উপদেষ্টা থাকবেন বিএনপি নেতা। নির্বাচনকালীন সরকারের মেয়াদ হবে ৪ মাস। মোট উপদেষ্টার মধ্যে ৩০ ভাগ থাকবেন আওয়ামী লীগের, ৩০ ভাগ বিএনপির, ৩০ ভাগ নির্দলীয় এবং ১০ ভাগ জাতীয় পার্টিসহ অন্যান্য দলের।
দেশের চলমান সংকটে দুই দলের সমঝোতার কথাও বলা হয় সাংবাদিক সম্মেলনে। হরতাল ও সহিংসতার পরিবর্তে কিভাবে একটি সঠিক দিক নির্দেশনা বের করা যায় এ বিষয়ে সংবাদ সম্মেলনে আলোচনা করা হয়।
এ সময় দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ঘটানোর জন্য জেলা ও উপজেলা পর্যায়ে শিল্প ব্যাংক প্রতিষ্ঠার জন্য জোর দাবি করা হয়।
সংগঠনের চেয়ারম্যান জানান, দেশে শিল্পের প্রসার বৃদ্ধির জন্য কারওরান বাজারে ১৬তলা শিল্প মার্কেট ভবন করতে হবে। বিআরবিডি শিল্প ব্যাংক, বেসিক শিল্প ব্যাংক, উপজেলা শিল্প ব্যাংক এবং সিটি কর্পোরেশন শিল্প ব্যাংক প্রতিষ্ঠা করতে হবে।
কারওরান বাজারে সবজি, মাছ, মাংস প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট বা মিনি কোল্ড নির্মাণ করতে হবে। ঢাকা সিটি কর্পোরেশনসহ প্রতিটি উপজেলায় শিল্প মার্কেট তৈরি করতে হবে। সারা বিশ্বে প্রবাসী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করতে হবে। সারা দেশে হার্ডওয়ার শিল্পের সাব কন্ট্রাক্ট শিল্প প্রতিষ্ঠিত করতে হবে।
কারণ শুধু কারওয়ান বাজারেই প্রতিমাসে ৪০-৫০ কোটি টাকার হার্ডওয়ার পণ্য চীন থেকে আমদানি করা হয়।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক প্রকৌশলী রাশেদ পাটোয়ারী, ঢাকা মহানগর শাখার সভাপতি শেখ শাসছুল আলম বুলবুল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৩
এমআইএস/জেডএস/জিসিপি
0 comments:
Post a Comment