Friday, November 8, 2013

ময়মনসিংহে ডেমু ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল গেইট রেলক্রসিংয়ের কাছে এই ঘটনা ঘটে।


তবে ওই ট্রেনে কোনো যাত্রী না থাকায় এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপার আবু তাহের।


তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টার দিকে কেওয়াটখালী লোকোশেড থেকে ট্রেনটি ঢাকায় রওনা দেয়ার উদ্দেশ্যে রেলওয়ে স্টেশন জংশনের দিকে যাচ্ছিল। পথে মেডিক্যাল কলেজ গেইট রেলক্রসিংয়ের ১১০ গজ দুরে ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়।


“এরপর ঢাকা-ময়মনসিংহ রেলরুট বন্ধ হয়ে যায়। রেলওয়ের স্থানীয় কর্মীরা বেলা সাড়ে ১২টার দিকে ট্রেনটি উদ্ধারের কাজ শেষ করে।”


ওই সময় এই রুটে ময়মনসিংহ দিয়ে যাওয়ার মতো নির্ধারিত কোনো ট্রেন থাকায় যাত্রী বা মালামাল পরিবহণে কোনো ভোগান্তিতে পড়তে হয়নি বলে জানান এই রেল কমর্মকর্তা।





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger