এবার শেখ হাসিনার কাছে যাচ্ছেন ব্যবসায়ী নেতারা
নির্দলীয় সরকারের দাবি জানিয়ে আসা বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে আলোচনার চার দিন পর বৃহস্পতিবার সর্বদলীয় সরকার প্রস্তাবকারী আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে বৈঠক করবেন তারা।
বেলা ১১টায় গণভবনে এ বৈঠক হবে বলে ব্যবসায়ী-শিল্পোদ্যোক্তাদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরামউদ্দিন আহমদ জানিয়েছেন।
তিনি বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য আগেই আমরা সময় চেয়েছিলাম। বৃহস্পতিবার তিনি আমাদের সময় দিয়েছেন।”
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নির্বাচনের বিষয়ে সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন বলে জানান এফবিসিসিআই সভাপতি।
গত ২ নভেম্বর ব্যবসায়ী নেতারা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করে সমঝোতার অনুরোধ জানিয়ে আসেন।
নির্বাচনকালীন সরকার নিয়ে দুই নেত্রীর ফোনালাপের পর সংলাপ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়ার প্রেক্ষাপটে উদ্যোগী হন ব্যবসায়ী নেতারা।
গত সপ্তাহে জরুরি এক বৈঠকের পর খালেদা জিয়ার সঙ্গে দেখা করে আড়াই ঘণ্টা কথা বলেন তারা।
ওই বৈঠকের পর এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম সাংবাদিকদের বলেন, তারা দুই দলের মহাসচিবকে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন এবং তাতে রাজি হয়েছেন বিরোধীদলীয় নেতা।
তারপর আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করে সংলাপে বসার উদ্যোগ নেয়ার কথাও সেদিন জানান তিনি।
0 comments:
Post a Comment