নওগাঁয় ১১টি ককটেলসহ আটক ১
নওগাঁ: নওগাঁর রানীনগর উপজেলার দূর্গাপুর গ্রাম থেকে ১টি দেশীয় পাইপগান ও ১১টি ককটেলসহ জেকের আলী(৩০) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
শনিবার ভোরে নিজবাড়ি থেকে তাকে আটক করা হয়। জেকের আলী রানীনগর উপজেলার দূর্গাপুর গ্রামের জাবেদ আলীর ছেলে।
র্যাব-৫ (রাজশাহী) কোম্পানি কমান্ডার (সিও) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে জেকের আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়িতে লুকিয়ে রাখা আগ্নেয় অস্ত্রসহ ১১টি ককটেল পাওয়া যায়। এসময় তাকে আটক করা হয়।
তিনি জানান, ধারণা করা হচ্ছে, বড় ধরনের নাশকতা সৃষ্টির জন্য এসব অস্ত্র মজুদ করা হয়েছিল।
এ বিষয়ে রানীনগর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান সিও জাহাঙ্গীর আলম।
বাংলাদেশ সময়: ১১৪৮ নভেম্বর ০৯, ২০১৩
পিসি/বিএসকে
0 comments:
Post a Comment